দার্জিলিংয়ের হিলকার্ট রোড ধরে টয়ট্রেনের সংখ্যা বেড়েছে। ব্রিটিশ আমলের সেই চেনা দৃশ্য থাকলেও পুরনো ফিল উধাও। নতুন ডিজেল ইঞ্জিনে সেই নস্টালজিয়া নেই। টয় ট্রেনের বাঁক ঘোরা, বাঁশির সুর, ধোঁয়া উড়তে থাকা ইঞ্জিনের গন্ধে মন কেমন করে না। কিন্তু এবার আবার সেই ফিল ফিরিয়ে আনতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।









