Advertisement
লাইফস্টাইল

Snowfall Sikkim Nathula: পুরু বরফে ঢাকল সান্দাকফু-নাথুলা-সোমোগো, পর্যটকে ছয়লাপ, Photos

স্নো-ফল
  • 1/16

রাতভর তুষারপাত নাথুলা ও ছাঙ্গুতে। সাদা বরফে মোড়া হিমালয়। বাড়ছে পর্যটকের ভিড়, তবে সতর্কতার নির্দেশ প্রশাসনের।

স্নো-ফল
  • 2/16

শুক্রবার রাত থেকেই সিকিমের পূর্বাঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষারপাত। বিশেষ করে নাথুলা পাস ও ছাঙ্গু লেক অঞ্চলে বরফ পড়তে শুরু করে মধ্যরাতের পর থেকে।

 

স্নো-ফল
  • 3/16

সকাল হতেই দেখা যায় চারপাশের পাহাড়, রাস্তা ও ঘরবাড়ি ঘন বরফে ঢেকে গেছে। একেবারে রূপকথার মতো চিত্র তৈরি হয়েছে গোটা এলাকায়।

 

Advertisement
স্নো-ফল
  • 4/16

স্থানীয় বাসিন্দারা জানান, এ মরশুমে এটাই সিকিমের প্রথম বড় তুষারপাত। এই বরফ পড়ার সঙ্গে সঙ্গেই কার্যত শীতের আনুষ্ঠানিক সূচনা ঘটল পাহাড়ে।

 

স্নো-ফল
  • 5/16

ছাঙ্গু বা চোমগো লেক এলাকায় শনিবার ভোর থেকে বরফ পড়তে দেখা যায়। পর্যটকরা সেই মনোরম দৃশ্য মোবাইল ও ক্যামেরায় বন্দি করতে ভিড় জমাচ্ছেন।

 

স্নো-ফল
  • 6/16

নাথুলা পাসের রাস্তাগুলিও এখন বরফে মোড়া। ভারত-চিন সীমান্ত সংলগ্ন এই এলাকায় সেনা সদস্যদের চলাচলও এখন ধীর হয়েছে প্রবল তুষারপাতের কারণে।

 

স্নো-ফল
  • 7/16

উত্তর সিকিমের লাচুং ও লাচেন এলাকায়ও দেখা গেছে একই দৃশ্য। সেখানে ঘরবাড়ির ছাদ, রাস্তাঘাট, পাহাড়ের ঢাল — সবই এখন বরফের আস্তরণে ঢাকা।

 

Advertisement
স্নো-ফল
  • 8/16

পর্যটকরা বলছেন, “এমন দৃশ্য জীবনে একবার দেখা যায়।” ডিসেম্বরের আগেই তুষারপাত শুরু হওয়ায় শীতপ্রেমী ভ্রমণকারীদের উৎসাহ আরও বেড়েছে।

 

স্নো-ফল
  • 9/16

গ্যাংটক থেকে ছাঙ্গু ও নাথুলা যাওয়ার পথে তীব্র ঠান্ডার সঙ্গে বরফের দখল বাড়ছে। অনেক জায়গায় গাড়ি চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

স্নো-ফল
  • 10/16

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ জারি হয়েছে। বরফে ঢাকা রাস্তাগুলি অত্যন্ত পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

 

স্নো-ফল
  • 11/16

সিকিম পর্যটন বিভাগ জানিয়েছে, তুষারপাতের সময় নাথুলা পাস প্রায়শই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার জন্য। পর্যটকদের বিকল্প পরিকল্পনা রাখতে বলা হয়েছে।

 

Advertisement
স্নো-ফল
  • 12/16

স্থানীয় হোটেল মালিকরা জানিয়েছেন, সপ্তাহান্তে ঘর ফাঁকা নেই। আগাম বুকিং ছাড়া এখন সিকিমে থাকা প্রায় অসম্ভব।

 

স্নো-ফল
  • 13/16

প্রশাসনের তরফে গাড়িচালকদের জন্য চেন টায়ার (চাকা বরফে স্লিপ না করার সরঞ্জাম) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্নো-ফল
  • 14/16

পর্যটকরা গ্যাংটক বা তিস্তার আশেপাশের এলাকায় গিয়ে আপাতত বরফের আনন্দ উপভোগ করছেন।

 

স্নো-ফল
  • 15/16

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিন পর্যন্ত পূর্ব ও উত্তর সিকিমে মাঝারি থেকে প্রবল তুষারপাত চলবে।

 

Advertisement
স্নো-ফল
  • 16/16

ফলে সিকিমে এখন শুরু হয়েছে প্রকৃত শীতের রাজত্ব, যেখানে পাহাড়, হ্রদ ও উপত্যকা সবই সাদা তুষারে আচ্ছন্ন, আর ভ্রমণপ্রেমীরা মুগ্ধ সেই স্বপ্নিল দৃশ্যে।

Advertisement