Budget International Travel Under 10k: মাত্র ১০হাজার টাকায় বিদেশভ্রমণ? অন্তত ৫টি দেশে ঘুরে আসা সম্ভব

Budget International Travel Under 10k: ভাবছেন বিদেশ ভ্রমণ খরচ স্যুটকেস ভরানো বাজেটের ব্যাপার? ভুল ভাবছেন। মাত্র ১০ হাজার টাকায় ভারত থেকেই ঘুরে আসুন বিদেশের ৫ স্বপ্নের জায়গা। ফ্লাইট নয়, স্মার্ট ট্রিক আর সস্তা প্ল্যানেই হবে বাজেট ফ্রেন্ডলি আন্তর্জাতিক ট্যুর।

Advertisement
মাত্র ১০হাজার টাকায় বিদেশভ্রমণ? অন্তত ৫টি দেশে ঘুরে আসা সম্ভবমাত্র ১০হাজার টাকায় বিদেশভ্রমণ? অন্তত ৫টি দেশে ঘুরে আসা সম্ভব

Budget International Travel Under 10k: বিদেশ ভ্রমণ মানেই মোটা অঙ্কের বাজেট, এ ধারণা এখন অতীত। ঠিক পরিকল্পনা আর স্মার্ট রুটে মাত্র ₹১০,০০০ টাকায় আপনি ঘুরে আসতে পারেন কিছু জনপ্রিয় আন্তর্জাতিক গন্তব্য। নিচে রইল পাঁচটি বিদেশের নাম, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও কি খাবেন তার বিস্তারিত ভ্রমণগাইড:

১. নেপাল

কীভাবে যাবেন: শিলিগুড়ি বা রক্সৌল থেকে বাসে বা ট্রেনে সরাসরি কাকরভিট্টা বা বীরগঞ্জে প্রবেশ।
খরচ: বাসে যাওয়া-আসা (₹২,০০০), হোটেল (₹৫০০/দিন), খাবার (₹১৫০-₹২০০)।
বিশেষ আকর্ষণ: পোখরা, কাঠমান্ডু, পঁচাশি টাকার ম্যাগি।

২. ভুটান

কীভাবে যাবেন: জয়গাঁও (ভারত) থেকে হেঁটে বা গাড়িতে সীমান্ত পার করে ফুন্টশোলিং, সেখান থেকে থিম্পু বা পারো।
খরচ: জয়গাঁও যেতে ট্রেন/বাস (₹১,০০০), হোটেল (₹৬০০/দিন), ভুটানিজ খাবার (₹২০০/দিন)।
বিশেষ আকর্ষণ: টাইগার নেস্ট, থিম্পু চোকাংসা, স্ট্রিট ফুড।

৩. শ্রীলঙ্কা (সস্তা অফ-সিজনে)

কীভাবে যাবেন: চেন্নাই থেকে Colombo-তে অফার টাইমে ফ্লাইট ₹৩,৫০০-₹৪,৫০০।
খরচ: হোস্টেল (₹৫০০/দিন), খাবার (₹২৫০/দিন), সস্তা লোকাল ট্রেন ট্রাভেল।
বিশেষ আকর্ষণ: বেন্টোটা বিচ, ক্যান্ডি, গলে ফোর্ট।

৪. মায়ানমার (ভারত-মিজোরাম সীমান্ত হয়ে)

কীভাবে যাবেন: ইম্ফল থেকে মোরে সীমান্ত হয়ে তামু শহরে প্রবেশ।
খরচ: লোকাল বাস/শেয়ার গাড়ি (₹১,৫০০), হোমস্টে (₹৪০০), খাবার (₹১৫০)।
বিশেষ আকর্ষণ: বৌদ্ধ প্যাগোডা, লোকাল বার্মিজ খাবার।

৫. থাইল্যান্ড (সুপার অফার সিজনে)

কীভাবে যাবেন: Kolkata/Chennai থেকে AirAsia অফার পেলে ₹৪,০০০-₹৫,০০০ রাউন্ড ট্রিপ।
খরচ: হোস্টেল (₹৬০০), স্ট্রিট ফুড (₹১৫০-₹২০০)।
বিশেষ আকর্ষণ: ব্যাংকক, পাতায়া, ফ্লোটিং মার্কেট।

বোনাস টিপস:

IRCTC-এর আন্তর্জাতিক প্যাকেজ দেখুন।

Couchsurfing ব্যবহার করে ফ্রি থাকা যায়।

ভিসা-ফ্রি বা অন-অ্যারাইভাল দেশ বেছে নিন।

অফ-সিজন/ডিল ওয়েবসাইট যেমন Skyscanner, Agoda চেক করুন।

 

POST A COMMENT
Advertisement