Cheap Foreign Trip: ভারতের ৫০ হাজার টাকা এই দেশে ১ কোটি ২০ লাখ টাকা, যাবেন?

যারা মনে করেন বিদেশ ঘুরতে প্রচুর অর্থের প্রয়োজন, লাওস তাঁদের মিথ ভেঙে দিতে পারে। কারণ এই দেশে কোনও ভারতীয় ব্যক্তি ৫০ হাজার টাকা (ইন্ডিয়ান রুপি) ঘুরতে নিয়ে গিয়েও কোটিপতিদের মতো সুবিধা উপভোগ করতে পারেন।

Advertisement
ভারতের ৫০ হাজার টাকা এই দেশে ১ কোটি ২০ লাখ টাকা, যাবেন?লাওস ট্যুর
হাইলাইটস
  • এই দেশের মুদ্রা অত্যন্ত সস্তা।
  • সহজে ভিসার সুবিধা লাওসকে ভারতীয়দের কাছে স্বপ্নপুরী করে তুলেছে।
  • ১ ভারতীয় রুপি লাওসের ২৪২ মুদ্রার সমান।

ঘোরার শখ সকলেরই ষোলোআনা, কিন্তু অধিকাংশের পকেটই গড়ের মাঠ। অনেকের আবার ইচ্ছে বিদেশ ভ্রমণের। কিন্তু বিদেশ-বিভুঁই ঘোরার ক্ষেত্রে আর্থিক দিক একটা বড় অন্তরায় হয়ে উঠতে পারে। তাই সকলেই খোঁজেন এমন একটি দেশ, যেখানে সস্তায় ট্যুর করা সম্ভব। সেক্ষেত্রে সেরা অপশন হতে পারে লাওস। 

যারা মনে করেন বিদেশ ঘুরতে প্রচুর অর্থের প্রয়োজন, লাওস তাঁদের মিথ ভেঙে দিতে পারে। কারণ এই দেশে কোনও ভারতীয় ব্যক্তি  ৫০ হাজার টাকা (ইন্ডিয়ান রুপি) ঘুরতে নিয়ে গিয়েও কোটিপতিদের মতো সুবিধা উপভোগ করতে পারেন। কারণ এই দেশের মুদ্রা অত্যন্ত সস্তা ও এখানকার সাশ্রয়ী জনজীবন। এই দেশের চমৎকার খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মনোরম আবহাওয়া ও সহজে ভিসার সুবিধা লাওসকে ভারতীয়দের কাছে স্বপ্নপুরী করে তুলেছে।

মুদ্রার মূল্যের বিরাট ফারাক

১ ভারতীয় রুপি লাওসের ২৪২ মুদ্রার সমান। অর্থাৎ কোনও ভারতীয় ব্যক্তি যদি লাওসে ২৪২ টাকা নিয়ে যান, তবে তিনি ১.২১ কোটি লাওসিয়ান কিপ পেতে পারেন। ফলে ভারতীয়দের কাছে এই ট্রিপ হতে পারে লটারি জেতার মতো। 

তবে মনে রাখতে হবে, লাওসে এখনও বেশিরভাগ ক্ষেত্রে নগদ অর্থের উপর নির্ভর করে। লাও কিপ ছাড়াও মার্কিন ডলার এবং থাই মুদ্রাও লাওসে বহুল ব্যবহৃত হয়।  রাস্তার খাবার, স্থানীয় বাজার এবং ছোট দোকানগুলিতে এখানে কার্ডে তেমন লেনদেন করা হয় না। তাই ভ্রমণকারী হিসেবে শুরু থেকেই হাতে নগদ অর্থ রাখাই বুদ্ধিমানের মতো কাজ। যদিও বড় শহরগুলিতে কার্ডের ব্যবহার যথেষ্ট।

কম বাজেটের মধ্যেও প্রিমিয়াম সফরের অভিজ্ঞতা

বাজেট কম হলেও ভারতীয়দের প্রিমিয়াম সফরের অভিজ্ঞতা দিতে পারে লাওস। এই ভ্রমণে কোনও ব্যক্তি ১০০০ থেকে ২৫০০ এর মধ্যেও ভাল মানের হোটেল পেতে পারেন। রেস্তোরাঁগুলি মাত্র ৪০-৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে এলাহি ভুরিভোজও সারতে পারেন। এছাড়া, পরিবহনও খুব সস্তা। ফলে কম খরচে বিদেশ ঘোরার জন্য নিঃসন্দেহে লাওস হতে পারে সেরা অপশন। 

Advertisement

POST A COMMENT
Advertisement