Cherry Blossom Festival Sikkim: সিকিমে শুরু হল ‘চেরি ব্লসম উৎসব’, মিলবে অ্যাস্ট্রোট্যুরিজমের সুযোগও

Cherry Blossom Festival Sikkim: ভুটান থেকে নেপাল সীমান্ত ছুঁয়ে এবার উৎসবের হাত ধরে পর্যটনের নতুন অধ্যায় দক্ষিণ সিকিমে। শুরু হয়েছে পায়ুটুর নামে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, সঙ্গে গ্রামীণ ও অ্যাস্ট্রোট্যুরিজমের পথচলা।

Advertisement
সিকিমে শুরু হল ‘চেরি ব্লসম উৎসব’, মিলবে অ্যাস্ট্রোট্যুরিজমের সুযোগওদক্ষিণ সিকিমে ‘চেরি ব্লসম উৎসব’ শুরু, গ্রামীণ ও অ্যাস্ট্রোট্যুরিজমে নতুন দিগন্ত

Cherry Blossom Festival Sikkim: সীমান্তভিত্তিক পর্যটনে নতুন দিশা আনতে দীর্ঘদিন ধরে কাজ করছে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (ACT)। তাদের উদ্যোগে ভুটানের ফুন্টশোলিংয়ের কাছে প্যাচু হারভেস্ট ফেস্টিভ্যাল এবং নেপালের ধানকুটায় হারভেস্ট ফেস্টিভ্যালের পর এবার উৎসবের সুবাস পৌঁছল দক্ষিণ সিকিমে।

আজ ০৬ নভেম্বর থেকে শুরু হয়েছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, যা স্থানীয়ভাবে ‘পায়ুটুর’ নামে পরিচিত। এই উৎসব চলবে ৯ থেকে ১১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত, তেমি-নামথিং বিধানসভা কেন্দ্রে। স্থানীয়দের ভাষায় ‘পায়ু গাছ’ বা চেরি ফুলের ফোটা মূলত ধান কাটার মরশুমের প্রতীক। এই ফুল সাধারণত ১৫ থেকে ২০ দিন পর্যন্ত গাছে টিকে থাকে, তাই সেই সময়টিই উৎসবের আবহে ভরে ওঠে পাহাড়ি গ্রামগুলো।

এই উৎসবের মাধ্যমে সিকিমের তিনটি নতুন গ্রামকে যুক্ত করা হচ্ছে গ্রামীণ পর্যটনের মানচিত্রে। যার মধ্যে দুটি জনজাতি গ্রাম গ্যাংচুং ও বেন। পাশাপাশি, ৯৫০০ ফুট উচ্চতার তেন্ডু হিল ট্রেক নতুন আকর্ষণ হিসেবে চালু হচ্ছে।

Cherry Blossm Festival Sikkim

চালামথাংকে সিকিমের মডেল রুরাল ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলা হয়েছে। এ বছর প্রথমবারের মতো সিকিমে শুরু হচ্ছে অ্যাস্ট্রোট্যুরিজম। রাত্রিকালীন আকাশ দেখা ও মহাকাশ পর্যবেক্ষণের নতুন উদ্যোগ হিসেবে।

পুরো কর্মসূচির নেতৃত্বে রয়েছেন স্থানীয় বিধায়ক বেদুসিং পন্থ। গ্রামীণ পর্যটন ও হোমস্টে উন্নয়নে দায়িত্বে অমৃত শর্মা, অ্যাস্ট্রোট্যুরিজমের নেতৃত্বে প্রশান্ত লামিছানে, এবং সংবাদমাধ্যমের দায়িত্বে রয়েছেন তন্নিষ্ঠা রক্ষিত। 
 

 

POST A COMMENT
Advertisement