Darjeeling Mahakal Temple: ই-কারে দার্জিলিঙের মহাকাল মন্দির, কারা চড়তে পারবেন?.

Darjeeling Mahakal Temple: এই EV পরিষেবা চালুর জন্য আনন্দে ভরপুর মহাকাল ধাম মন্দির কমিটি। Melo-Tea Fest উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে অনিত থাপা মন্দির কমিটির হাতে ব্যাটারি গাড়িটি তুলে দেন। যানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ওই কমিটিরই।

Advertisement
ই-কারে দার্জিলিঙের মহাকাল মন্দির, কারা চড়তে পারবেন?.মহাকাল মন্দিরে পুজো দিচ্ছেন মমতা

Darjeeling Mahakal Temple: দার্জিলিংয়ের প্রবীণ পর্যটকদের বড় স্বস্তি দিতে চালু হল ব্যাটারিচালিত বিশেষ গাড়ি। ঐতিহাসিক মহাকাল মন্দিরে পৌঁছতে আর দম ফুরিয়ে যাওয়ার ভয় নেই। বৃহস্পতিবার দার্জিলিং ম্যালে এক অনুষ্ঠানে এই নতুন EV পরিষেবার উদ্বোধন করেন GTA প্রধান অনিত থাপা।

দার্জিলিং মলের লাগোয়া মহাকাল মন্দির দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়ায় প্রবীণ মানুষের জন্য সেখানে পৌঁছনো ছিল বেশ কঠিন। ফলে নতুন ব্যাটারি গাড়ির পরিষেবা তাঁদের যাত্রা অনেকটাই আরামদায়ক করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দার্জিলিং সফরে পরামর্শ দিয়েছিলেন, বয়স্ক পর্যটকদের সুবিধার্থে EV গাড়ি চালু করা উচিত। তাঁর সেই মতামত অনুযায়ী এবার বাস্তবায়ন হল প্রকল্পটি। প্রশাসন আশা করছে, এতে প্রবীণদের পাহাড়ি পর্যটনের অভিজ্ঞতা আরও সুখকর হবে।

এই EV পরিষেবা চালুর জন্য আনন্দে ভরপুর মহাকাল ধাম মন্দির কমিটি। Melo-Tea Fest উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে অনিত থাপা মন্দির কমিটির হাতে ব্যাটারি গাড়িটি তুলে দেন। যানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ওই কমিটিরই।

স্থানীয়দের মতে, প্রবীণদের পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ বা হাঁটতে অসুবিধা হয় এমন দর্শনার্থীরাও এই পরিষেবার সুবিধা পাবেন। ফলে দার্জিলিংয়ের ধর্মীয় পর্যটনে এক নতুন অধ্যায় শুরু হল।

GTA সূত্রের খবর, প্রয়োজনে ভবিষ্যতে EV-এর সংখ্যা আরও বাড়ানো হবে। পর্যটক ভিড় সামলাতে এবং পরিবেশ দূষণ কমাতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পাহাড়ি প্রশাসন।

উদ্বোধনের দিন থেকেই পর্যটকদের মধ্যে পরিষেবাটি নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকে জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল। দার্জিলিংয়ের ঐতিহ্য, পরিবেশ ও প্রবীণদের আরামের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

 

POST A COMMENT
Advertisement