Toy Train Safari Siliguri: দিনভর পাহাড়-জঙ্গলে, লোভনীয় খাবার, শুরু DHR 'ড্রিম টয়ট্রেন সাফারি'

Toy Train Safari Siliguri: গত সেপ্টেম্বর চালু হওয়া জঙ্গল সাফারি পৌঁছত রংটং পর্যন্ত, যেখানে চা বাগান ঘুরে দেখার ব্যবস্থাও ছিল। তবে এবারকার সাফারি আরও দীর্ঘ, আরও আকর্ষণীয়।

Advertisement
দিনভর পাহাড়-জঙ্গলে, লোভনীয় খাবার, শুরু DHR 'ড্রিম টয়ট্রেন সাফারি'দার্জিলিঙে টয় ট্রেন পুজোর আগে আদৌ চালু হবে? এখনও অনিশ্চয়তা

বন্ধ হওয়ার পর আবারও চালু হলো জঙ্গল সাফারি টয়ট্রেন। আপাতত সপ্তাহে দু’দিন শনিবার ও রবিবার, এই বিশেষ সাফারি চালাবে DHR। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এক বেসরকারি সংস্থার হাত ধরে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই পরিষেবার সূচনা হয়েছে। পর্যটকদের জন্য বুকিং থাকবে একেবারে প্যাকেজ সিস্টেমে।

নতুন রুটে শিলিগুড়ি জংশন থেকে টয়ট্রেন সরাসরি যাবে গয়াবাড়ি পর্যন্ত। পথে চোখে পড়বে উত্তরবঙ্গের বিখ্যাত সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা অরণ্য। ভাগ্য সহায় হলে ট্রেনের জানালা থেকেই দেখা মিলতে পারে হাতির পাল, বুনো বাইসন, হরিণ বা এমনকি বাঘের। ফলে পুরো পথটাই হবে এক অন্যরকম অভিজ্ঞতা।

গত সেপ্টেম্বর চালু হওয়া জঙ্গল সাফারি পৌঁছত রংটং পর্যন্ত, যেখানে চা বাগান ঘুরে দেখার ব্যবস্থাও ছিল। তবে এবারকার সাফারি আরও দীর্ঘ, আরও আকর্ষণীয়। সকাল ১০টায় শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে টয়ট্রেন পেরোবে সুকনা, রংটং, পাগলাঝোরা, তিনধারিয়া-তারপর গয়াবাড়ি। ট্রেনেই মিলবে ব্রেকফাস্ট। গয়াবাড়িতে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। ফেরার পথে সন্ধ্যায় গরম গরম মোমো সঙ্গে চা বা কফি।

ভাড়া কত?
সাফারিটি নিরাপদ রাখতেই কামরায় রাখা হয়েছে মহিলা কর্মী। মাথাপিছু ভাড়া ঠিক হয়েছে ২২০০ টাকা। বিকেলেই ফিরে আসে ট্রেন গয়াবাড়ি থেকে।

রবিবার প্রথম যাত্রার উদ্বোধন করেন DHR–এর আধিকারিকরা। প্রথম দিনই ২৬ জন যাত্রী সাফারিতে অংশ নেন এবং তারা পরিষেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেসরকারি সংস্থার কর্তা সঞ্জয় গোস্বামী জানান, “প্রতি শনি-রবিবার এই পরিষেবা চলবে। সরকারি ছুটির দিনেও চালানোর পরিকল্পনা রয়েছে। আপাতত সাত বছরের চুক্তিতে আমরা সাফারি পরিচালনা করব।”

 

POST A COMMENT
Advertisement