Dooars Summer Vacation Jungle Safari: গরমে পাহাড় ও জঙ্গলের ঠান্ডা ছোঁয়া পেতে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল এখন পর্যটকে ভরপুর। সামার ভ্যাকেশন উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল সাফারি খুলে গেছে বা খুব শীঘ্রই খুলছে।
রাজাভাতখাওয়া, চাপরামারি, গরুমারা, জলদাপাড়া, মাদারিহাট, তোতােপাড়া, সুলকাপাড়া, ভুটান সীমান্ত লাগোয়া কিছু অংশ—সব জায়গাতেই এখন বন্যপ্রাণীদের ঘন ঘন দেখা মিলছে।
ডুয়ার্সে এখন যেসব জায়গায় জঙ্গল সাফারি চালু আছে বা খুলবে সেগুলির ঠিকানা জানিয়ে দেই।
১. গরুমারা ন্যাশনাল পার্ক (Gorumara National Park):
টাইমিং: সকাল ৬টা থেকে ৮টা ও বিকেল ৩টা থেকে ৫টা
বুকিং: লাটাগুড়ি বা মূর্তি থেকে অনলাইনে ও অফলাইনে বুকিং
২. চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি (Chapramari Sanctuary):
টাইমিং: গরুমারার সময় অনুযায়ী
বিখ্যাত হাতি, গাউর(বাইসন) ও বিভিন্ন পাখির জন্য
৩. জলদাপাড়া ন্যাশনাল পার্ক (Jaldapara National Park):
টাইমিং: সকাল ৫:৩০ ও বিকেল ৪টা
হাইলাইট: গণ্ডার ও হাতির ব্যাক-সাফারি (Elephant Safari)
বুকিং: মাদারিহাট বন অফিস থেকে
৪. বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve):
টাইমিং: সকাল ও বিকেলে
বুকিং: রাজাভাতখাওয়া বন অফিস
বিশেষ: রিসার্ভে টাইগার ছাড়াও লেপার্ড, হরিণ, গৌর দেখা যায়
৫. টোটোপাড়া ও বালাপাড়া ফরেস্ট ট্রেইলস (Totopara & Balapara Forests):
অফবিট ডুয়ার্স সাফারি স্পট
গাড়িতে বা গাইডসহ ট্রেকিং-এর মাধ্যমে জঙ্গল ঘোরা যায়
বুকিং সংক্রান্ত তথ্য:
অধিকাংশ সাফারির বুকিং স্থানীয় বন অফিস অথবা পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে করা যায়: www.wbsfda.gov.in
সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাড়িই সাফারিতে প্রবেশ করতে পারে
গাইড বাধ্যতামূলক এবং অনলাইনে নাম নথিভুক্ত করা থাকে
পরামর্শ:
জুন মাসে বর্ষা শুরু হওয়ার আগে সাফারির আসল সময়
আগেভাগে হোটেল ও সাফারি বুকিং করে রাখুন
সাফারিতে যাওয়ার সময় নীরবতা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বজায় রাখুন