Durga Puja Tourism 2025: পুজো পর্যটনে জোর ধাক্কা, হাল ফেরাতে পরিবেশ রক্ষায় জোর ট্যুর অপারেটরদের

Durga Puja Tourism 2025: পর্যটন দিবসে সকাল শুরু হবে একটি র‍্যালি দিয়ে। বাঘাযতিন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি পর্যন্ত এই র‍্যালিতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেবেন। বিকেল ৩টা থেকে মেফেয়ার রিসর্টে শুরু হবে ৭ম হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস ২০২৫।

Advertisement
পুজো পর্যটনে জোর ধাক্কা, হাল ফেরাতে পরিবেশ রক্ষায় জোর ট্যুর অপারেটরদেরপুজো পর্যটনে জোর ধাক্কা, হাল ফেরাতে পরিবেশ রক্ষায় জোর ট্যুর অপারেটরদের

Durga Puja Tourism 2025: আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেল শিলিগুড়িতে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (HHTDN)। সহযোগিতায় পশ্চিমবঙ্গ পর্যটন দফতর।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য, “Tourism and Sustainable Transformation”। আয়োজকদের দাবি, এই থিমের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটনের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এবারের উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে।

পর্যটন দিবসে সকাল শুরু হবে একটি র‍্যালি দিয়ে। বাঘাযতিন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি পর্যন্ত এই র‍্যালিতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেবেন। বিকেল ৩টা থেকে মেফেয়ার রিসর্টে শুরু হবে ৭ম হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস ২০২৫। এই পুরস্কার অনুষ্ঠানে পূর্ব ভারতের পর্যটন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে।

HHTDN-এর তরফে সম্রাট সান্যাল বলেন, “এই ধরনের আঞ্চলিক উদ্যোগ উত্তরবঙ্গ ও পূর্ব ভারতের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পথ তৈরি করে। পাশাপাশি, স্থানীয় অর্থনীতিরও ভিত মজবুত হয়।’’ তিনি আক্ষেপ করেন, পর্যটকের সংখ্যা হুহু করে কমেছে। যেখানে মহালয়া থেকে পুজো পর্যটন শুরু হয়ে যায়, সেখানে এবার চতুর্থীতেও বুকিং নেই বললেই চলে। তাই আরও বেশি দায়িত্ব নিয়ে এর সমাধান খুঁজে বের করতে চান তাঁরা।

আয়োজকদের মতে, শুধু পর্যটন নয়, পরিবেশরক্ষার বার্তাও দিতে চায় এই অনুষ্ঠান। তাই এবারে জোর টেকসই পরিকাঠামো ও সচেতনতার ওপর। শিলিগুড়ির মতো শহরে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের কাছে এই আয়োজন বড় আশার আলো হয়ে উঠছে।

POST A COMMENT
Advertisement