চা-বাগানের ব্রিটিশ বাংলোয় রাত্রিযাপনের হাতছানি, ডুয়ার্সের এই জায়গা দারুণ

কিন্তু সুখবর হল পশ্চিমবঙ্গেও রয়েছে এক ‘ফাগু’। আর সেই ফাগুতে যেতে হলে এতদিনের পরিকল্পনা বা বড় বাজেট কিছুই লাগে না। ডুয়ার্সের এই ফাগুও পাহাড়ের কোলে, শুধু আপেলের বাগান নয়, এর সৌন্দর্য গড়ে উঠেছে বিরাট সবুজ চা-বাগান ঘিরে।

Advertisement
চা-বাগানের ব্রিটিশ বাংলোয় রাত্রিযাপনের হাতছানি, ডুয়ার্সের এই জায়গা দারুণচা-বাগানের ব্রিটিশ বাংলোয় রাত্রিযাপনের হাতছানি, ডুয়ার্সের এই জায়গা দারুণ

হিমাচলের ফাগুর কথা আমরা অনেকেই জানি। আপেলের বাগান আর সবুজে মোড়া ছোট্ট পাহাড়ি গ্রামটি বহু পর্যটকের প্রিয়। তবে কলকাতা থেকে সেখানে যেতে গেলে কমপক্ষে সাত দিনের মতো সময় হাতে রাখতে হয়। খরচও বেশ বেশি।

কিন্তু সুখবর হল পশ্চিমবঙ্গেও রয়েছে এক ‘ফাগু’। আর সেই ফাগুতে যেতে হলে এতদিনের পরিকল্পনা বা বড় বাজেট কিছুই লাগে না। ডুয়ার্সের এই ফাগুও পাহাড়ের কোলে, শুধু আপেলের বাগান নয়, এর সৌন্দর্য গড়ে উঠেছে বিরাট সবুজ চা-বাগান ঘিরে।

সবুজের ফাগু: ডুয়ার্সের চা-বাগানের গ্রাম
ডুয়ার্সের অন্যতম সুন্দর টি এস্টেট ফাগু। পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা-বাগান, চারদিকের নীরবতা আর বাতাসে চায়ের পাতার গন্ধ, সব মিলিয়ে ছুটি কাটানোর আদর্শ জায়গা।

নিউ মাল জংশন থেকে চালসার রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবেন ফাগুতে। ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে চেল নদী। একদিকে পাথরঝোরা, অন্যদিকে সামসিং। দুই দিকেই শুধু পাহাড় আর সবুজের সমারোহ।

শতবর্ষ প্রাচীন ব্রিটিশ বাংলো, ফাগুর সবচেয়ে বড় আকর্ষণ
ফাগুর জনপ্রিয়তার মূল কারণ এর ব্রিটিশ বাংলো। প্রায় ১০০ বছরের পুরোনো এই বাংলো একসময় চা-বাগানের কর্তার বাড়ি ছিল। এখন পর্যটকদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে।

রাত প্রতি খরচ প্রায় ৪ হাজার টাকা। পাহাড়ের কোলে, নির্জন চা-বাগানের মধ্যে এই বাংলোয় এক রাত কাটানোই এক আলাদা অভিজ্ঞতা। সকালবেলার আলো আর কুয়াশার মাঝে বাংলোটির দৃশ্য যেন ছবির মতো।

চা-বাগান ট্যুর, টি টেস্টিং থেকে জঙ্গল সাফারি
ফাগুতে গেলে শুধু বাংলোয় থাকা নয়, ঘুরে দেখতে পারবেন পুরো টি-এস্টেট। চা-বাগানের ভেতর হাঁটতে হাঁটতে নিজেই তুলতে পারেন কচি চা-পাতা। রয়েছে ফ্যাক্টরি ট্যুর এবং টি টেস্টিংয়ের ব্যবস্থা। চা-বাগানের পাশাপাশি কাছেই আছে গরুমারা জঙ্গল। সাফারি করে নেওয়া যায়। চাইলে একদিনে ঘুরে আসতে পারেন কালিম্পং। কাছেই রয়েছে লাভা, রিশপ। তাই ৩–৪ দিনে দারুণভাবে কভার হয়ে যায় নর্থ বেঙ্গলের এই দিকটি।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন?
মালবাজার থেকে ফাগুর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। ট্রেনে গেলে নামতে হবে নিউ মাল জংশনে। সেখান থেকে গাড়িতে আধ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন লোয়ার ফাগুতে। থাকার জন্য সেরা অপশন ব্রিটিশ বাংলো। তবে আশেপাশে অনেক হোমস্টেও পাওয়া যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement