দিঘায় একাধিক সরকারি হোটেল, লজের ভাড়া অত্যন্ত কম! bangla.aajtak.in-এ খোঁজ নিল বিস্তারিত

সাধারণ মানুষ কি দিঘায় গিয়ে সস্তায় হোটেল বুকিং করতে পারবেন না? বিষয়টি আসলে তেমন নয়। দিঘায় এমন একাধিক সরকারি হোটেল বা আবাসন রয়েছে, যেখানে সস্তায় রুম পাওয়া যেতে পারে।

Advertisement
দিঘায় একাধিক সরকারি হোটেল, লজের ভাড়া অত্যন্ত কম! bangla.aajtak.in-এ খোঁজ নিল বিস্তারিতদিঘার সরকারি হোটেলের ঠিকানা
হাইলাইটস
  • দেদার দাম হাঁকছে দিঘার হোটেলগুলি।

ডিসেম্বর শুরু হতেই দিঘায় উপচে পড়ছে ভিড়। ফলে দেদার দাম হাঁকছে হোটেলগুলি। নিউ দিঘা তো বটেই, ওল্ড দিঘাতেও অনেক জায়গায় রুমের ভাড়া আকাশ ছোঁয়া। বিশেষ করে সপ্তাহান্তে এই দাম আরও বেড়ে যায়। তবে উপায় কী?সাধারণ মানুষ কি দিঘায় গিয়ে সস্তায় হোটেল বুকিং করতে পারবেন না? বিষয়টি আসলে তেমন নয়। দিঘায় এমন একাধিক সরকারি হোটেল বা আবাসন রয়েছে, যেখানে সস্তায় রুম পাওয়া যেতে পারে। এমনই কয়েকটি হোটেলের সন্ধান নিয়ে হাজির হল banga.aajtak.in।

অবসারিকা: ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়ালফেয়ার বোর্ডের হোটেল রয়েছে দিঘায়। এটির নাম দিঘা শ্রমিক অবকাশ ভবন। এই হোটেলের ডরমেটরির ভাড়া রয়েছে ২৪০০ টাকা। যেখানে ১৬টি বেড রয়েছে। অন্যদিকে, Non-AC কটেজের ভাড়া রয়েছে ৭০০ টাকা। এই রুমে ৪ জন থাকতে পারবেন। নিউ দিঘার সায়েন্স মিউজিয়ামের বিপরীতে এই হোটেল রয়েছে।

দিঘালি: দিঘায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দুটি হোটেল রয়েছে। একটি দিঘালি-১ ও অপরটি দিঘালি-২। 

দিঘালি-১ হোটেলটি রয়েছে ওল্ড দিঘায়। এখানে রুমের ভাড়া রয়েছে ২৬০০-৪২০০ টাকা। অন্যদিকে, দিঘালি-২ তে রুমের ভাড়া রয়েছে ৩২০০-৩৫০০ টাকা। অনলাইনে বুকিংয়ের সুবিধা রয়েছে দিঘালিতে।

উজান গেস্ট হাউস: এটি রাজ্যের পঞ্চায়েত বিভাগের গেস্ট হাউস। তবে এটি বর্তমানে লিজে দেওয়া রয়েছে। জগন্নাথ মন্দিরের একদম কাছে থাকা এই হোটেলে Non AC রুমের ভাড়া রয়েছে ১০০০ টাকার মধ্যে। 

মৎস্য বিভাগের হোটেল: ওল্ড দিঘায় রয়েছে  পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের দুটি হোটেল। একই ক্যাম্পাসে এই হোটেলদুটি করা হয়েছে। এখানেও ৫০০-১০০০ টাকার মধ্যে Non AC রুম রয়েছে। এই হোটেলটি রয়েছে দিঘার কাছে গোবিন্দ বসন গ্রামে।

হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির হোটেল: ওল্ড দিঘায় হোটেল রয়েছে হলদিয়া ডেভলপমেন্ট অথরিটিরও। তবে একটি গোটা হোটেল নয়, ওল্ড দিঘার অপর্না গেস্ট হাউসের তিন তলার রুমগুলি হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির। এখানে Non AC রুমের ভাড়া রয়েছে ৮০০ টাকা থেকে। হোটেল থেকে সমুদ্র বিচের দূরত্ব মাত্র হাঁটাপথে ৫ মিনিট।
 

Advertisement

POST A COMMENT
Advertisement