Dooars Travel Getting Cheaper: শরতের শুরুতেই পর্যটকদের জন্য এল দারুণ খবর। কেন্দ্র সরকারের নতুন জিএসটি নিয়মে কমে গেল হোটেল ভাড়ায় করের হার। ফলে এবার জমানো টাকায় আরও বেশি জায়গা ঘোরা যাবে ডুয়ার্সে। জলদাপাড়া, গরুমারা, চা-বাগান, নদী–সব মিলিয়ে এবার ঘোরার আনন্দে বাড়তি রস।
নতুন নিয়ম কী বলছে?
আগে ৭,৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় ১২ শতাংশ হারে জিএসটি (GST) দিতে হত। এখন সেটাই কমে হয়েছে মাত্র ৫ শতাংশ। অর্থাৎ, ৬,০০০ টাকার হোটেলে আগে কর দিতে হত ৭২০ টাকা, এখন লাগবে মাত্র ৩০০ টাকা। বাঁচবে প্রায় ৪২০ টাকা।
১০০০ টাকার কম ভাড়ার হোটেলের ক্ষেত্রে আগের মতোই কোনও জিএসটি দিতে হবে না। তবে যাঁরা ৭,৫০০ টাকার বেশি দামের হোটেলে থাকবেন, তাঁদের জন্য করের হার আগের মতোই ১৮ শতাংশ থাকবে।
পর্যটকদের মুখে হাসি
বাজেট নিয়ে যাঁরা আগে চিন্তায় ছিলেন, তাঁদের জন্য এটা বড় স্বস্তির খবর। অনেকেই আগে ভাড়া বেশি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা পিছিয়ে দিতেন। এখন সেই টাকা সাশ্রয় হবে, ফলে বাড়তি এক-দু’টা জায়গা বেশি ঘোরা যাবে।
হোটেল ব্যবসায়ীরাও খুশি
ডুয়ার্সের হোটেল মালিকদের কথায়, “এতে শুধু আমাদের ব্যবসাই বাড়বে না, পুরো এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে।” নতুন নিয়মে মধ্যবিত্ত পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন তাঁরা।
শরতে ডুয়ার্স ঘোরার সেরা সময়
কাশফুলের ঢেউ, জঙ্গলের ডাক, নদীর পাশে বসে নির্জনতায় হারিয়ে যাওয়ার সময় এখনই। আর তার সঙ্গে যদি মেলে সস্তায় থাকার ব্যবস্থা—তবে ভ্রমণ যে আরও উপভোগ্য হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তাহলে আর কী? সাশ্রয়ী ভ্রমণের এই সুযোগ পুজোর ছুটিতে মিলতেই পারে এক বাড়তি উপহার। ব্যাগ গুছিয়ে প্রস্তুত হন, ডুয়ার্স এবার আপনাকে ডাকছে। এই সুযোগ হাতছাড়া করে কোন আহাম্মকে?