Green sikkim IRCTC Package এক ঢিলে সিকিম, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ঘোরানোর জন্য দুর্দান্ত প্যাকেজ এনেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম অ্যান্ড কর্পোরেশন। যার নাম দেওয়া হয়েছে গ্রিন সিকিম। এই গ্রিন সিকিম এয়ার প্যাকেজটি পাঁচ রাত-ছয় দিনের জন্য। এটি মূলত গ্যাংটক, পেলিং এবং শিলিগুড়ি কভার করবে।
এই সফরে অতিথিদের জন্য হোটেলে ব্রেকফাস্ট এবং ডিনারের ব্যবস্থা রয়েছে। গ্যাংটকে অতিথিরা হোটেল গজরাজে থাকবেন, পেলিং-এ অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে হোটেল পেমালিং-এ, আর শিলিগুড়িতে অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে ভেঙ্কটেশ রিজেন্সিতে।মোট ১৮ জন যাত্রীকে নিয়ে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ চালানো হবে বলে জানা গিয়েছে।
কবে থেকে চালু হবে প্যাকেজটি
সফরটি ১ জুন, ২০১৯ থেকে শুরু হবে। নানা প্যাকেজ রাখা হয়েছে।
কী কী জায়গা দেখানো হবে?
গ্যাংটকে, এই সফরে গণেশ টোক, হনুমান টোক, তাশি ভিউ পয়েন্ট, এনচে মনাস্ট্রি এবং ফ্লাওয়ার শো অন্তর্ভুক্ত থাকবে। পেলিং-এ, স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণে রিম্বি ওয়াটার ফলস, রিম্বি পাওয়ার প্রজেক্ট, রক গার্ডেন, জলপ্রপাত, খেচিপেরি উইশ লেক কভার করা হবে। পেলিং-এও নানা জায়গা ঘোরানো হবে। এছাড়া কেউ নিজের ইচ্ছেমতো বাড়তি ঘুরতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি আলাদা প্যাকেজের বন্দোবস্ত করা হয়েছে। সেগুলির খরচও আলাদা। বিস্তারিত জেনে নিন।
১. সিকিম ডায়মন্ড ট্যুর প্যাকেজ
দার্জিলিং, গ্যাংটক, পেলিং ঘোরানো হবে ‘সিকিম ডায়মন্ড’ ট্যুর প্যাকেজে। ছ’রাত সাত দিনের এই প্যাকেজের খরচ শুরু ১৯ হাজার টাকা থেকে।
২. সিকিম গোল্ড ট্যুর প্যাকেজ
গ্যাংটক ও গ্যাংটকের বিভিন্ন অফবিট জায়গা ভ্রমণ করানো হবে ‘সিকিম গোল্ড’ ট্যুর প্যাকেজে। পাঁচ রাত ছ’দিনের এই প্যাকেজের মূল্য ১৯ হাজার টাকা থেকে শুরু।
৩. সিকিম প্ল্যাটিনাম ট্যুর প্যাকেজ
দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের সাথে পেলিং ভ্রমণের সুযোগ থাকবে ‘সিকিম প্ল্যাটিনাম’ ট্যুর প্যাকেজে। সাত রাত, আট দিনের এই প্যাকেজে খরচ হবে ২৩ হাজার ৪০০ টাকা।
৪. সিকিম সিলভার ট্যুর প্যাকেজ
বেশ কিছু ভিন্ন ক্যাটাগরির সিকিম ভ্রমণ প্যাকেজ এনেছে আইআরসিটিসি। ১৭ হাজার ৮৫০ টাকা খরচ করলে আপনারা পাবেন ‘সিকিম সিলভার’ ট্যুর প্যাকেজ। পাঁচ রাত ছ’দিনের ট্যুরে দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পং ভ্রমণ করানো হবে ।
৫. সিকিম-দার্জিলিং স্পেশাল ট্যুর প্যাকেজ
এছাড়াও আছে সিকিম-দার্জিলিং ট্যুর প্যাকেজও। দার্জিলিং এবং গ্যাংটক ঘোরানো হবে পাঁচ রাত ছ’দিনের এই প্যাকেজে। এই প্যাকেজের খরচ শুরু মাথাপিছু ৪৭ হাজার ১০০ টাকা থেকে।