IRCTC Goa Package: বড়দিনে সস্তায় গোয়া ঘোরার সুযোগ, IRCTC-র প্যাকেজ বুকিং কীভাবে?

এই ক্রিসমাসে বাড়ির গণ্ডি পেরিয়ে কোথাও যেতে চান? সোনালি বালিতে করতে চান উল্লাস? তাহলে আপনাদের জন্য একটা সেরা অফার নিয়ে এসেছে IRCTC। তাদের তরফ থেকে আনা হয়েছে উত্তর ও দক্ষিণ গোয়ার একটি প্যাকেজ। এই প্যাকেজটি ৪ রাত ৫ দিনের।

Advertisement
বড়দিনে সস্তায় গোয়া ঘোরার সুযোগ, IRCTC-র প্যাকেজ বুকিং কীভাবে?আইআরসিটিসি গোয়া প্যাকেজ
হাইলাইটস
  • আপনাদের জন্য একটা সেরা অফার নিয়ে এসেছে IRCTC
  • তাদের তরফ থেকে আনা হয়েছে উত্তর ও দক্ষিণ গোয়ার একটি প্যাকেজ
  • এই প্যাকেজটি ৪ রাত ৫ দিনের

এই ক্রিসমাসে বাড়ির গণ্ডি পেরিয়ে কোথাও যেতে চান? সোনালি বালিতে করতে চান উল্লাস? তাহলে আপনাদের জন্য একটা সেরা অফার নিয়ে এসেছে IRCTC। তাদের তরফ থেকে আনা হয়েছে উত্তর ও দক্ষিণ গোয়ার একটি প্যাকেজ। এই প্যাকেজটি ৪ রাত ৫ দিনের।

IRCTC কী জানিয়েছে?

এই প্যাকেজটা সম্পর্কে এক্স-এ পোস্ট করেছে সংস্থা। তাদের তরফ থেকে জানান হয়েছে, আসন্ন ফেস্টিভ সিজনে সূর্য, বালি এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে আপনি যেতেই পারেন উত্তর ও দক্ষিণ গোয়া। এটা হল ক্রিসমাস স্পেশাল ট্যুর প্যাকেজ। কলকাতা থেকে শুরু হবে যাত্রা। প্যাকেজটা ৪ রাত ৫ দিনের।

খরচ কী?

এই ট্যুরের খরচও জানান হয়েছে IRCTC-এর তরফ থেকে। আসুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. সিঙ্গল অকুপেন্সিতে থাকতে চাইলে ৫৫,২০০ টাকা লাগবে একজনের

২. ডাবল অকুপেন্সিতে থাকলে প্রতিজনের খরচ হবে ৪৫,০০০টাকা

৩. ট্রিপল অকুপেন্সিতে প্রতিজনে খরচ হবে ৪৪,০০০ টাকা

৪. বেড নিয়ে ২ থেকে ১১ বছরের বাচ্চার জন্য খরচ হবে ৩৫,২০০ টাকা

৫. বাচ্চার জন্য বেড না নিলেও খরচ একই

কীভাবে বুক করবেন?

9002040126 এবং 8595904071 এ ফোন করে আপনি বুক করতে পারেন প্যাকেজ। শুধু তাই নয়, এসএমএস এবং হোয়াটস অ্যাপেও করা যাবে বুক।

ফ্লাইটে নিয়ে যাওয়া হবে

মাথায় রাখবেন, এই প্যাকেজটি কিন্তু ট্রেনের নয়। বরং এই প্যাকেজে ফ্লাইটে নিয়ে যাওয়া হবে।

তাই যাঁরা এই ক্রিসমাসে গোয়া যেতে চান, তাঁরা এখনই বুক করে নিন প্যাকেজ। নইলে কিন্তু সুযোগ মিস হয়ে যেতেও পারে।

তবে আপনি চাইলে ট্রেনেও অনায়াসে যেতে পারেন গোয়া। সেক্ষেত্রে এখনই টিকিট কেটে নিন। পাশাপাশি বুক করে নিন হোটেল। দিয়ে রাখুন অ্যাডভান্স। তাহলেই ক্রিসমাসের সময় বুকিং করতে পারবেন। নইলে আপনার ট্রিপ মিস হয়ে যেতে পারে।

মনে রাখবেন, ক্রিসমাসে গোয়া কিন্তু একবারে ফেভারিট হটস্পট। এই সময় সৈকত শহরে সব জিনিসেরই দাম থাকে বেশি।এছাড়া আরও একটা কথা বলে রাখি, গোয়ায় কিন্তু ঘোরাফেরার খরচ খুব বেশি। এখানে অল্প দূরত্ব যেতেও অনেকটা পয়সা খরচ হতে পারে। তাই আগে থেকেই একটু হিসেব করে নিন। হাতে রাখুন বাড়তি টাকা। নইলে সেখানে গিয়ে বিপদে পড়তে পারেন। সব টাকা খরচ হয়ে যেতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement