Jaladapara Jungle Safari Started: ১৬ দিন পর অবশেষে সোমবার থেকে আবার শুরু হচ্ছে জলদাপাড়ার গাড়ি ও হাতি সাফারি। তবে হলং নদীর ওপর অস্থায়ী ডাইভারশন এখনও পুরোপুরি মজবুত নয়। তাই এবার সাফারির টিকিট বুকিং কাউন্টার নদীর এপারেই সরিয়ে আনা হচ্ছে। গতকাল রবিবারই সাফারি গাড়ির চালকরা ও হোমস্টে মালিকরা হুমকি দিয়েছিলেন সোমবার থেকে সাফারি চালু না হলে তাঁরা ধরনায় বসবেন। অবশেষে সেই পদক্ষেপ করার আগেই সাফারি চালু হল।
জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাসোয়ান সংবাদমাধ্যমকে জানান, ‘‘যুব আবাসের পাশে কর্মতীর্থ বিল্ডিংয়ের একটি ঘরে আপাতত টিকিট কাউন্টার খোলা হচ্ছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানেই কাউন্টার চালু থাকবে।’’ রবিবার দেখা গেল, ওই ভবনের ঘরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সোমবার থেকেই সেখানে মিলবে সাফারির টিকিট।
তবে নতুন কাউন্টার স্থাপন নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। কর্মতীর্থ ভবনে বসার কোনও ব্যবস্থা নেই। বয়স্ক পর্যটকদের তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হতে পারে। নেই শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও। সে বিষয়ে দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। শৌচালয়ের জন্য পাশের যুব আবাসের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব। এছাড়া বয়স্কদের বসার জন্য দু’টি বেঞ্চও রাখা হবে।’’
বন দফতর জানিয়েছে, সোমবার দুপুর দু’টোয় প্রথম গাড়ি সাফারির ট্রিপ শুরু হবে। তার টিকিট রবিবার বিকাল থেকেই দেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার সকাল থেকেই হাতি সাফারিও চালু করা হবে।এই পদক্ষেপে খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।
তবে হলং বিটের কাছে আরও একটি সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় লোকনৃত্যশিল্পীরা। সাধারণত খাউচাঁদপাড়ার তপশিলি উপজাতি মহিলারা পর্যটকদের সামনে লোকনৃত্য পরিবেশন করে কিছু উপার্জন করেন। সেটাও দ্রুত খোলার আহ্বান জানানো হয়েছে।