Jaldapara National Park: আজ খুলছে জলদাপাড়া, পর্যটকদের জন্য বিশেষ চমক

Jaldapara National Park: এইবারের প্রধান আকর্ষণগুলোর একটি হলো হাতিদের থাকার জায়গা দেখার সুযোগ, “পিলখানা দর্শন” নামে পরিচিত একটি নতুন পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে হাতি, তাদের খাদ্যাভ্যাস, আশ্রয়স্থল ও আচরণ সরাসরি দেখা যাবে।

Advertisement
আজ খুলছে জলদাপাড়া, পর্যটকদের জন্য বিশেষ চমকআজ খুলছে জলদাপাড়া, পর্যটকদের জন্য বিশেষ চমক

Jaldapara National Park: বর্ষা ও বন্যপ্রজননকাল শেষে জলদাপাড়া জাতীয় উদ্যান পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ১৬ বা ১৭ সেপ্টেম্বর থেকে। গত তিন মাসে উদ্যানের রাস্তা, ট্রেইল ও অভ্যন্তরীণ অবকাঠামো ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। উপেক্ষা করা মোরগাছা ও জঙ্গলের শুঁড়িপথগুলো সাফাই করা হয়েছে যাতে গাড়ি ও মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

এইবারের প্রধান আকর্ষণগুলোর একটি হলো হাতিদের থাকার জায়গা দেখার সুযোগ, “পিলখানা দর্শন” নামে পরিচিত একটি নতুন পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে হাতি, তাদের খাদ্যাভ্যাস, আশ্রয়স্থল ও আচরণ সরাসরি দেখা যাবে। বন দফতর জানিয়েছে, এই দর্শনাভঙ্গীর উদ্দেশ্য পর্যটকদের অভিজ্ঞতা বাড়ানো এবং বন্যপ্রাণীর প্রতি সচেতনতা সৃষ্টি করা।

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন: হাতি সাফারি‑টিকিট অনলাইনে আগে থেকেই বুক করার সুযোগ দেওয়া হচ্ছে। ফলে আগেভাগে পরিকল্পনা করে টিকিট নিশ্চিত করা যাবে, ভোরবেলা লাইনে দাঁড়ানা লাগবে না। যদিও সব ধরনের সাফারি, বিশেষ করে জিপসি (gypsy) সাফারি, অনলাইন বুকিং ছাড়াও অফলাইন কাউন্টারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বন দফতর ঘোষণা করেছে, আগের মতোই প্রচলিত সাফারি শিফটগুলো চলবে, সকাল, মধ্যাহ্ন ও সন্ধ্যার শিফটে। প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক পর্যটক যেন প্রকৃতিতে বিরূপ প্রভাব না পড়ে। এছাড়া গাইড ও গাড়ি চালকের জন্য প্রশিক্ষণ ও নির্দেশিকা সাজানো হয়েছে যাতে পর্যটক ও প্রাণী, দু’পক্ষেই নিরাপত্তা বজায় থাকে।

এই নতুন ছাড়পত্র ও সংস্কারের মধ্য দিয়ে জলদাপাড়া উদ্যান ভ্রমণ হবে আরও সুবিধাজনক ও সুন্দর। পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় হোমস্টে-মালিকরাও আশাবাদী। এই পরিবর্তন পর্যটকের আরও বেশি করে, এখানে আসতে উৎসাহ যোগাবে।

POST A COMMENT
Advertisement