Dharmatala To Bhutan: ধর্মতলা থেকে সোজা ভুটান সীমান্ত, জলদাপাড়া-গরুমারাতেও স্টপেজ, শুরু বাস পরিষেবা

এই সরাসরি যাতায়াত ব্যবস্থা উত্তরবঙ্গমুখী পর্যটকদের কাছে বড় স্বস্তির খবর। ট্রেনের টিকিট না পেলেও আর সফর বাতিল করতে হবে না। পর্যটন ব্যবসায়ীদের মতে, এতে ডুয়ার্সে পর্যটক সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Advertisement
ধর্মতলা থেকে সোজা ভুটান সীমান্ত, জলদাপাড়া-গরুমারাতেও স্টপেজ, শুরু বাস পরিষেবা

Dharmatala To Bhutan: শীতের আমেজে জমজমাট উত্তরবঙ্গ। এই সময়েই ভিড় বেড়েছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তবে ট্রেনে টিকিট না পেয়ে অনেকেই শেষ মুহূর্তে বাতিল করছেন সফরের পরিকল্পনা। সেই সমস্যারই এবার সমাধান মিলল। এবার কলকাতা থেকে সরাসরি এক বাসেই পৌঁছে যাওয়া যাবে লাটাগুড়ি পর্যন্ত।

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন দীর্ঘপথের এই বাস পরিষেবা। জয়গাঁ থেকে কলকাতা এবং কলকাতা থেকে জয়গাঁ পর্যন্ত চলবে বাসটি, যার মধ্যে পড়ছে চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি ও শিলিগুড়ি, সব জনপ্রিয় পর্যটনপথ।

রবিবার, ৯ নভেম্বর থেকেই চালু হয়েছে এই বাস পরিষেবা। প্রতিদিন বিকেল সাড়ে চারটেয় জয়গাঁ থেকে ছাড়বে বাসটি, যা মাদারিহাট, বীরপাড়া, চালসা হয়ে শিলিগুড়ি ও কলকাতায় পৌঁছবে। অপরদিকে, কলকাতা থেকে ধর্মতলা থেকে ছাড়বে সন্ধে ছ’টায়, যা একই রুট ধরে যাবে লাটাগুড়ি ও জয়গাঁ পর্যন্ত।

এই সরাসরি যাতায়াত ব্যবস্থা উত্তরবঙ্গমুখী পর্যটকদের কাছে বড় স্বস্তির খবর। ট্রেনের টিকিট না পেলেও আর সফর বাতিল করতে হবে না। পর্যটন ব্যবসায়ীদের মতে, এতে ডুয়ার্সে পর্যটক সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাস পরিষেবাটিতে থাকছে পর্যটকদের আরামদায়ক যাত্রার জন্য আধুনিক সুবিধা। এসি বাসগুলিতে আসন সংখ্যা ৩৬টি, ভাড়া রাখা হয়েছে প্রতি যাত্রীর জন্য ১৫০০ টাকা। পথে রাতের খাবারের ব্যবস্থাও থাকছে, সঙ্গে রয়েছে বায়ো টয়লেট সুবিধা।

‘লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক দিব্যেন্দু দেব সংবাদমাধ্যমকে জানান, “দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল কলকাতা ও ডুয়ার্সের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা। এই পরিষেবা চালু হলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে।” পর্যটন দফতর ও স্থানীয় ব্যবসায়ীদের আশা, নতুন এই উদ্যোগের ফলে লাটাগুড়ি-চালসা-ডুয়ার্সের মতো গন্তব্যে ভ্রমণ আরও সহজ হবে। ফলে শীতের মরসুমে উত্তরবঙ্গে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা।

 

POST A COMMENT
Advertisement