কলকাতার নিউ ইয়ার ডেস্টিনেশন২০২৬-এর প্রথম দিনে সকলেই ঘুরতে যেতে আগ্রহী। আবার পরের দিন অফিসও রয়েছে। ফলে দিনের দিনেই সেরে ফেলতে হবে আউটিং। কোন জায়গায় যাওয়া যেতে পারে, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই প্ল্যান পাকা। আবার কেউ কেউ দোনামনা করছেন, কোথায় যাওয়া যেতে পারে। তাঁদের জন্য রইল কলকাতার এমন ৭টি জায়গা, যেখানে আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি গেলে জমে যাবে পুরো দিনটি।
চিড়িয়াখানা:
নিউ ইয়ারের দিনে রেকর্ড ভিড়ের সাক্ষী থাকে কলকাতা জু। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। ২০২৬-এর প্রথম দিনেই কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে রেকর্ড ভিড় হতে পারে আলিপুর জু-তে। গত রবিবার আলিপুর জু-তে প্রায় ৭১ হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই রেকর্ড ১ জানুয়ারি ছাপিয়ে যেতে পারে কিনা, সেটাই এখন দেখার।
ইকো পার্ক:
মূল কলকাতার ভিড়ের গণ্ডির বাইরে নিউটাউনের ইকো পার্কও হতে পারে আপনার পরের গন্তব্য। তবে ইকো পার্কে ভিড় কম, এমন ধারণা মনে আনা চলবে না। কারণ, গত রবিবার ইকো পার্কে ভিড় জমিয়েছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। ১ জানুয়ারি সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশা করছে ইকো পার্ক কর্তৃপক্ষ।
দক্ষিণেশ্বর মন্দির:
১ জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। একেবারে ভোররাত থেকেই লাইন পড়ে মন্দিরে। যারা নিউ ইয়ার ঈশ্বরের আরাধনার সঙ্গে শুরু করতে চান, তাঁদের জন্য সেরা গন্তব্য হতে পারে দক্ষিণেশ্বরের মন্দির।
ইন্ডিয়ান মিউজিয়াম:
প্রতি বছরই দেখা যায় কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে অপেক্ষাকৃত কম ভিড় হয়। যারা ইতিহাসপ্রেমী ও জ্ঞানপিপাসু তাঁদের জন্য নিউ ইয়ারে গন্তব্য হতে পারে ইন্ডিয়ান মিউজিয়াম। সারা দিন কেটে যেতে পারে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখতে দেখতে।
হাওড়া রেল মিউজ়িয়াম:
যারা ট্রেন ভালোবাসেন এবং নিউ ইয়ারের ভিড় এড়াতে চান, তাঁদের সেরা গন্তব্য হতে পারে হাওড়া স্টেশনের কাছে থাকা এই রেল মিউজিয়াম। পুরনো দিনের রেল ইঞ্জিন, কামরা কেমন ছিল তা দেখা যায় এই মিউজিয়ামে। ভারতের প্রথম ব্রডগেজ় ইলেকট্রিক লোকোমোটিভ, হারিয়ে যাওয়া স্টিম ইঞ্জিন, টয়ট্রেনের মতো জিনিস রয়েছে এই মিউজিয়ামে। ১ জানুয়ারি সেখানে গিয়ে ঘুরে দেখতে পারেন, তুলতে পারেন যত খুশি ফটোও।
সায়েন্স সিটি:
খুদের হাত ধরে নিউ ইয়ার পালনের পরিকল্পনা হলে গন্তব্য হতে পারে সায়েন্স সিটি। এখানে নানা বিজ্ঞানের কারিগরি, শো দেখে আনন্দ পাবে খুদে থেকে বড় সকলেই।
ভিক্টোরিয়া:
প্রাণবন্ত ছুটি উপভোগ করতে হলে ১ জানুয়ারি গন্তব্য হতে পারে ভিক্টোরিয়া। যুগল হোক বা পরিবার সকলেই ভিক্টোরিয়া গিয়ে ছুটি উপভোগ করতে পারেন। ভিক্টোরিয়ায় বিরাট খোলা প্রান্তর, বাগান, সৌধ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে টেরই পাবেন না।