Monsoon Tourism Festival 2025 August: বর্ষায় অনেক সময় ডুয়ার্সের জঙ্গলে প্রবেশ বন্ধ থাকলেও, গ্রামে ভিলেজ ট্যুরিজমের মাধ্যমে বর্ষার অপরূপ প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা যায়। যেমন পদক্ষেপে পাপরখেতি, গাহুনবাড়ি, বড়দাবরি গ্রামগুলো বর্ষায় চমৎকার সবুজায়নে মোড়ানো থাকে, যেখানে শান্তিপূর্ণ পরিবেশে ছাতা মাথায় চা বাগান-জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে ছুটে বেড়ানো যায়। সামসিং এলাকাও বর্ষায় পাহাড়ি নদী, ঘন সবুজ জঙ্গল ও মেঘ কুয়াশায় ঘেরা বিরল দৃশ্য উপহার দেয়।
বর্ষাকালে ডুয়ার্সের সৌন্দর্য অপরূপ ও অনন্য হয়ে উঠে। এই সময় ডুয়ার্সের জঙ্গল আরো ঘন সবুজে সেজে ওঠে, পাহাড়ি নদীগুলো বৃষ্টির জলে চঞ্চল হয়ে উঠে। বৃষ্টির ভালো আওয়াজ আর জঙ্গলের ঐশ্বর্য একসাথে মিলেমিশে বিষাদ-অম্লান এক অনুভূতি জাগায়। বর্ষা মৌসুমে চা বাগানের এক অভিনব সবুজের রাজত্ব হয়, যেখানে পিচ ঢালা রাস্তা বেঁকে বেয়ে পাহাড়ের উপর উঠে গিয়ে অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এবার এই সুযোগকে কাজে লাগিয়ে আয়োজন করা হয়েছে মনসুন ফেস্টিভ্যাল।
অনুষ্ঠানের চেয়ারম্যান সঞ্জিত সাহা বলেন, ‘বর্ষায় একবার কেউ ডুয়ার্সে এলে বার বার আসতে চাইবেন। সেই প্রথমবারের আসাটা মুজনাইকে কেন্দ্র করে হোক, এটাই চাইছি আমরা। উৎসবের পরেও একটি অভিনব উদ্যোগ নেওয়া হবে। উদ্যোক্তাদের অন্যতম প্রীতি চৌধুরী জানিয়েছেন, ফালাকাটা ও লাগোয়া এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর পরিকল্পনা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘কাচড়া ম্যারাথন’।
কবে থেকে ফেস্টিভ্যাল?
৮-১০ অগাস্ট ফালাকাটায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম দিন স্রেফ উৎসবের উদ্বোধন এবং সন্ধ্যায় ফালাকাটা টাউন ক্লাবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরদিন ১৯ অগাস্ট হবে রাখিবন্ধন। স্কুলের ছেলেমেয়েরা ফালাকাটা ও লাগোয়া এলাকার গাছে গাছে রাখি বেঁধে দেবে।
কী কী আয়োজন?
ডুয়ার্সের সঙ্গে গাছের সম্পর্ক তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১০ অগাস্ট সকালে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে। মাদারিহাট থেকে ফালাকাটা পর্যন্ত। সে দিনই বিকেলে মুজনাই নদীতে আয়োজন করা হচ্ছে বাইচ প্রতিযোগিতা। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জনজাতিদের নানা খাবারের স্টলও রাখা হবে। থাকবে গ্রামীণ কুটির শিল্পের প্রদর্শনীও। অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের (অ্যাক্ট) কর্ণধার রাজ বসু বলেন, ‘তিস্তা থেকে সংকোশ পর্যন্ত বিস্তীর্ণ ডুয়ার্সকে বর্ষার মুজনাই নদীকে কেন্দ্র করে চাঙা করার পরিকল্পনা নেয়া হয়েছে। আমাদের লক্ষ্য, মুজনাইকে ফের ওয়াটার স্ট্রিটে উন্নীত করা। বাইচ প্রতিযোগিতা দিয়ে শুরু হবে। তার পরে আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে।’