Nepal Tourism: পুজোর ছুটিতে নেপালে বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল? কী হবে? পর্যটন ব্যবসায়ীরা যা জানাচ্ছেন

এই সময় বাঙালি পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন নেপাল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেছে হিমালয় কন্যার। বিদ্রোহের আগুনে অস্থির নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। আর এই আবহে নেপালের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। এই অস্থিরতা যদি চলতে থাকে তবে নিরাপত্তার কথা ভেবে অনেকেই ভ্রমণ বাতিল করতে চাইবেন।

Advertisement
পুজোর ছুটিতে নেপালে বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল? কী হবে? পর্যটন ব্যবসায়ীরা যা জানাচ্ছেনপুজোর ছুটিতে নেপালের টিকিট কেটেছেন?

এক অদ্ভুত মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামেই তার পরিচিতি। আমাদের রাজ্য থেকেও খুব বেশি দূরে নয় দেশটি। সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর ভ্রমণপিপাসুরা যান সেখানে। আমাদের দেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ নেপাল ভ্রমণে যান। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ, চিতওয়ানের বন্য প্রাণীর বিস্ময় এবং সাগরমাথার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর কয়েকটির অবস্থানও এখানে। দুঃসাহসী অভিযান পছন্দ করেন, এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। এদিকে পুজোর ছুটি মানেই অনেকের কাছে বেড়াতে যাওয়া। শুধু দেশে নয়, দেশের বাইরেও পাড়ি দেওয়ার এক সুবর্ণ সুযোগ। এই সময় বাঙালি পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন নেপাল।  শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে নেপালে ভারতীয়, বিশেষত বাঙালি পর্যটকদের যাতায়াতের সংখ্যা বাড়ছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেছে  হিমালয় কন্যার। বিদ্রোহের আগুনে  অস্থির নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।  আর এই আবহে নেপালের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। এই অস্থিরতা যদি চলতে থাকে তবে নিরাপত্তার কথা ভেবে অনেকেই ভ্রমণ বাতিল করতে চাইবেন।

কলকাতার অন্যতম ট্রাভেল সংস্থা ব্যানার্জি ট্যুর স্পেশাল সেপ্টেম্বর ও অক্টোবরে  পর্যটকদের জন্য নেপাল ভ্রমণের পরিকল্পনা করেছে। পুজোর ঠিক আগে এবং লক্ষ্মী পুজোর পর রয়েছে তাদের ট্যুর প্ল্যান। সব আয়োজন সম্পূর্ণ,  যাত্রীদের টিকিট বুকিং থেকে হোটেল বুকিং সব হয়ে গিয়েছে। আর এর মাঝেই নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্যানার্জি ট্যুর স্পেশালের অন্যতম পার্টনার রণজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 'আগামী ২৭ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর আমাদের নেপাল ট্যুর রয়েছে। সব আয়োজন হয়ে গিয়েছে। কেউ ট্রেনে, কেউ প্লেনে নেপাল যাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না। নেপালের স্থানীয় অপারেটারদের সঙ্গে কথা হচ্ছে। তারা পরিস্থিতি দেখছেন। আপাতত ট্যুর নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ট্রিপ বাতিল হলে অনেক টাকার ক্ষতি হবে। পর্যটকরাও চিন্তায় রয়েছেন। এবার কাশ্মীর, হিমাচল ও সিকিমের পরিস্থিতি খারাপ থাকায় বহু পর্যটক নেপাল যাচ্ছিলেন। পুরো বিষয়টিই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।'

Advertisement

একইরকম পরিস্থিতি উত্তরবঙ্গেও। নেপালে উত্তেজনার পর  ভারতের সীমান্তে নজরদারি জোরদার করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (এসএসবি)। ফলে পর্যটনের মরশুম শুরু হওয়ার মুখেই উদ্বেগে পড়েছেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। পানি ট্যাঙ্কি সীমান্তে সোমবার দুপুর থেকেই কড়াকড়ি বাড়ানো হয়েছে। পরিচয়পত্র পরীক্ষা ছাড়া সীমান্ত পারাপার কঠিন। ওপারে নেপালের সশস্ত্র বাহিনীও নজরদারি বাড়িয়েছে। ফলে সীমান্তে দীর্ঘ লাইনে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এপাশে এসএসবি, ওপাশে নেপালি সেনার বাড়তি কড়াকড়ি যাতায়াতকে প্রায় স্থবির করে তুলেছে। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত দু’বছর ধরে নেপাল ভ্রমণে ভারতীয়, বিশেষ করে বাঙালি পর্যটকদের আগ্রহ অনেক বেড়েছিল। এবছরও পুজোর মরশুম ঘিরে প্রচুর ফোন এসেছিল। কিন্তু সোমবারের পর থেকে চিত্র একেবারেই পাল্টে গেছে। বুকিং কমছে, ফোন আসা কার্যত বন্ধ। ব্যবসায়ীদের আশঙ্কা, নিরাপত্তার অনিশ্চয়তার কারণে পুজোর মরশুমে পর্যটকরা নেপাল যাত্রা বাতিল করবেন।

পর্যটন সংগঠনের বক্তব্য, গত বছর রেকর্ড সংখ্যক বাঙালি পর্যটক নেপালে গিয়েছিলেন। এবছরও সাড়া ভালো ছিল। কিন্তু হঠাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পর্যটন প্রায় ভেস্তে যাবে। পর্যটন ও পর্বতারোহণ নেপালের অন্যতম বড় আয় উৎস। বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত। শুধু পর্বতারোহণ থেকেই গত বছর দেশটির আয় হয়েছিল প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার। তাই বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতা নেপালের অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে। হোটেল ও ট্যুর বাতিল হলে বিপুল ক্ষতির মুখে পড়বে নেপালের অর্থনীতিও।  রাজ্যের তরফেও পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু জানান, 'নেপালের পরিস্থিতি অস্থির থাকলে পর্যটনের উপরে খারাপ প্রভাব পড়বে।'


 

POST A COMMENT
Advertisement