বিপর্যস্ত পাহাড়। নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টিতে ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। ভেঙে গেছে বহু ব্রিজ। পুজোর ছুটিতে অনেকেরই পাহাড় যাওয়ার পরিকল্পনা থাকে। তারা কোন রাস্তা দিয়ে যাবেন কিংবা যারা আটকে পড়েছেন তারা কোথা দিয়ে ফিরবেন? জেনে নিন কোথায়, কোন রাস্তা খোলা।
দার্জিলিং, কালিম্পংয়ের কোন কোন রাস্তা খোলা ও বন্ধ?
দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ মিরিক-নল-পটং-নকশালবাড়ি হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা, এদিক দিয়ে যাতায়াত করা যাচ্ছে। যারা ঘুম হয়ে ফিরবেন বা যাবেন তারা জেনে রাখুন মিরিক-পশুপতি-ঘুম হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা রয়েছে। এই রাস্তা ধরে যাতায়াত করতে পারবেন। ধস নামায় শিলিগুড়ি-দার্জিলিং রোহিণী রোড বন্ধ রয়েছে। হিলকার্ট রোড, পাঙ্খাবাড়ি রোড খোলা রয়েছে।
অন্যদিকে, দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা রয়েছে। সিকিম-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক খোলা রয়েছে। সিকিমে যাতায়াতের জন্য এই রাস্তা ধরতে পারেন। কালিম্পং-শিলিগুড়ির সংযোগকারী প্রতিটি রাস্তাই খোলা রয়েছে।
বিপর্যস্ত ডুয়ার্সের কী অবস্থা?
ডুয়ার্সের রাস্তার পরিস্থিতি বিশেষ ভালো নয়। নাগরাকাটায় ব্রিজ ভেঙে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে ডুয়ার্সের রাস্তা খোলা রয়েছে।
ধস নামায় পাঙ্খাবাড়ি রাস্তায় সাময়িক যান চলাচল ছিল মঙ্গলবার। তবে নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকাগুলিতে নজরদারি রাখা হচ্ছে।