Durga Puja North Bengal Trip: পুজোর ছুটিতে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার প্ল্যান? এদিকে দূরপাল্লার ট্রেনের টিকিট পাচ্ছেন না? ভারতীয় রেলের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, যাত্রার দু'মাস আগে খোলা হয় টিকিটের অনলাইন পোর্টাল। চলতি বছরে ২৭ সেপ্টেম্বর, শনিবার পঞ্চমী। হাতে আর মাত্র কয়েকটা দিন। যারা পঞ্চমী থেকে পাহাড় যাবেন ভাবছেন, তারা টিকিট পাবেন না। তৎকাল পেতে পারেন। তবে তার অপেক্ষা না করে ট্রেনের ভাড়ায় সহজে পৌঁছে যান উত্তরবঙ্গ।
অষ্টমী থেকে লক্ষ্মীপুজোর মধ্যে পুজোর টিকিট কাটার সুযোগ এখনও রয়েছে। অন্যদিকে, বাগডোগড়া পর্যন্ত বিমানের টিকিটের মূল্য ৫ হাজার টাকার বেশি। তাই ট্রেন-বিমান ছেড়ে যারা কম খরচে উত্তরবঙ্গে যেতে চান জেনে নিন কীকরে পৌঁছবেন। ভাড়া যেকোনও বেসরকারি বাসের থেকে কম পড়বে।
ট্রেন ছাড়া উত্তরবঙ্গে যাওয়ার বিকল্প SBSTC/ NBSTC এসি ভলভো বাস পরিষেবা
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রায় ৯০০টি বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে বিভিন্ন রুটে ৬৫০টি বাস চলাচল করে। এই রুটে একগুচ্ছ রকেট বাসও চালু হয়। এসি ভলভো বাস পরিষেবা পেতে কীভাবে বুকিং করবেন? কী রুট? জানুন বিস্তারিত।
তৎকালের থেকে কম টাকায় এই SBSTC/ NBSTC বাস
যাত্রার এক মাস আগে অনলাইনে এবং SBSTC-র যেকোনও বাস ডিপো থেকে উত্তরবঙ্গ যাওয়ার বাসের টিকিট কাটতে পারেন। ভলোভো এসি বাস। ভাড়া পড়বে ৯০০ টাকা। এসপ্ল্যানেড ডিপো থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস যাবে। বাসে ফোন চার্জিংয়ের কোনও বন্দোবস্ত নেই, সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখবেন।