পাহাড়-ডুয়ার্সে বড়দিন কাটাতে চান? এবার উৎসব শুরু হবে শিলিগুড়ি থেকে

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী ২২ ও ২৩ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়েই এবছর বড়দিনের উৎসব আরও বড় আকারে পালন করা হবে।

Advertisement
পাহাড়-ডুয়ার্সে বড়দিন কাটাতে চান? এবার উৎসব শুরু হবে শিলিগুড়ি থেকে

শিলিগুড়ি শহরজুড়ে বড়দিনের উৎসবের আমেজ আনতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেল। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই শিলিগুড়ি পৌরনিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের প্রশাসনিক কর্তারা, পর্যটন দফতর, ট্রাফিক বিভাগ এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বড়দিনকে কীভাবে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তোলা যায়, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী ২২ ও ২৩ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়েই এবছর বড়দিনের উৎসব আরও বড় আকারে পালন করা হবে। এই উৎসব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিলিগুড়ির সামগ্রিক সাংস্কৃতিক আবহকেও তুলে ধরবে।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ব্যাপক আলোকসজ্জা। মেয়র জানান, ২২ ডিসেম্বর ইয়ারভিউ মোড় থেকে একটি বিশেষ শোভাযাত্রা শুরু হবে, যা নির্দিষ্ট রুট ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে। পাশাপাশি বড়দিন উপলক্ষে শহরের প্রধান প্রধান রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলি আলোয় সাজিয়ে তোলা হবে।

এছাড়াও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা শহরের দু’টি আইল্যান্ড সংস্কার করে সেই দিনই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মেয়র। বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত টানা উৎসবের মেজাজ ধরে রাখতে শহরজুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, সে দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে, যাতে শহরবাসী নির্বিঘ্নে বড়দিনের আনন্দ উপভোগ করতে পারেন।

 

POST A COMMENT
Advertisement