Offbeat Destinations North Bengal: জঙ্গলের মাঝখানে বয়ে চলা নদী, আর তার পাড়ে পর্যটকের ভিড়—চিলাপাতার বানিয়া নদী এখন নতুন হটস্পট!

Offbeat Destinations North Bengal: চিলাপাতা জঙ্গলের বুকে বয়ে চলা বানিয়া নদী এখন পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। বিকেল হলেই নদীর পাড়ে ভিড় জমায় দেশি-বিদেশি ভ্রমণপিপাসু মানুষ। নদী ও জঙ্গলের মিশেলে এক স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হতে চলুন আলিপুরদুয়ারের এই নৈসর্গিক রত্নে।

Advertisement
জঙ্গলের মাঝে নদী, জল খেতে আসে তাবড় জন্তু, ডুয়ার্সের নতুন ট্যুরিস্ট হটস্পট!জঙ্গলের মাঝখানে বয়ে চলা নদী, আর তার পাড়ে পর্যটকের ভিড়—চিলাপাতার বানিয়া নদী এখন নতুন হটস্পট!

Offbeat Destinations North Bengal: দুই পাশে ঘন সবুজ চিলাপাতা জঙ্গল, আর তার মাঝ বরাবর স্বচ্ছ জলে বয়ে চলেছে বানিয়া নদী। এই মন ছুঁয়ে যাওয়া নৈসর্গিক দৃশ্য এখন পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জলদাপাড়া অভয়ারণ্যের পাশে অবস্থিত এই অঞ্চল এখন রোজ বিকেলেই হয়ে উঠছে প্রকৃতি ও বন্যপ্রাণ ভালোবাসার প্রাণকেন্দ্র।

চিলাপাতা জঙ্গলের বিশেষত্ব হল এখানকার জীববৈচিত্র্য। হাতি, বাইসন, গন্ডারের মতো বিরল বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে বানিয়া নদীর পাড়, যেখানে সান্ধ্যভ্রমণে এলেই দেখা মিলতে পারে বন্যপ্রাণীদের, জলপানে আসা হাতি বা হরিণের দল প্রায় নিত্যদিনের দৃশ্য।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন পর্যটকদের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। দিন দিন বানিয়া নদীর পাড় হয়ে উঠছে "অফবিট" ট্র্যাভেল লাভারদের স্বর্গ। নদীর পাশে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা হয়ে উঠছে বহু পর্যটকের কাছে এক রকম মেডিটেশন।

চিলাপাতা ফরেস্ট

এছাড়াও, বানিয়া নদীর ধারে বসে পাখির ডাক শোনা, নির্জন শান্ত জঙ্গলের মাঝে নিজের সঙ্গে সময় কাটানো—সবকিছু মিলে এখানে সময় কাটানো যেন এক অন্যরকম মানসিক বিশ্রাম।
রাজ্য পর্যটন দপ্তর ইতিমধ্যেই এই এলাকা আরও উন্নত করতে ইকো-ট্যুরিজম প্রকল্পের কথা ভাবছে। নিকটবর্তী জলদাপাড়া অভয়ারণ্য ও বক্সা টাইগার রিজার্ভ থাকায় চিলাপাতা হয়ে উঠছে উত্তরবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

 

POST A COMMENT
Advertisement