Winter Destination Kalimpong: কালিম্পঙের অফবিট জায়গা, একেবারে নির্জন, ভিড় বাড়ার আগে ঘুরে আসতে পারেন

Winter Destination Kalimpong: রেশমগাঁও যেতে চাইলে প্রথমে পৌঁছাতে হবে বাগডোগরা বিমানবন্দর বা এনজেপি রেলস্টেশনে। সেখান থেকে গাড়িতে কালিম্পং হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামে।

Advertisement
কালিম্পঙের অফবিট জায়গা, একেবারে নির্জন, ভিড় বাড়ার আগে ঘুরে আসতে পারেনকালিম্পঙের অফবিট জায়গা, একেবারে নির্জন, ভিড় বাড়ার আগে ঘুরে আসতে পারেন

Winter Destination Kalimpong: কালিম্পংয়ের অদূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত, নির্জন গ্রাম রেশমগাঁও। ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে দূরে শীতকালে কয়েক দিনের ছুটি কাটানোর জন্য জায়গাটি আদর্শ বলে মনে করছেন পর্যটকেরা। চারদিকে সবুজ পাহাড়, নীরবতা আর প্রকৃতির সান্নিধ্য, সব মিলিয়ে রেশমগাঁও এখন ধীরে ধীরে হয়ে উঠছে অফবিট গন্তব্য।

এই গ্রামে পর্যটকের ভিড় তুলনামূলকভাবে কম। ফলে যারা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাঁদের জন্য রেশমগাঁও যেন একান্ত আশ্রয়। স্থানীয় মানুষের সাদামাটা জীবনযাত্রা, পাহাড়ি সংস্কৃতি এবং গ্রাম্য সরলতার স্বাদ পাওয়া যায় এখানে। শীত নেমে আসতেই ঠান্ডার তীব্রতা বাড়ে, কিন্তু সেই আবহাওয়াই গ্রামটির সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার স্বচ্ছ দৃশ্যও।

রেশমগাঁও যেতে চাইলে প্রথমে পৌঁছাতে হবে বাগডোগরা বিমানবন্দর বা এনজেপি রেলস্টেশনে। সেখান থেকে গাড়িতে কালিম্পং হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামে। বড় হোটেল না থাকলেও, স্থানীয়দের পরিচালিত ছোট হোমস্টে থাকার জন্য উপযুক্ত। চাইলে কালিম্পং শহরে থেকেও দিনভ্রমণে রেশমগাঁও ঘুরে নেওয়া সম্ভব।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আলাদা সাইটসিয়িংয়ের বিশেষ কিছু না থাকলেও, নিঃশব্দ পাহাড়ের কোলে কয়েক দিন মনকে বিশ্রাম দিতে চাইলে রেশমগাঁও একবার নিশ্চয়ই যাওয়ার মতো জায়গা।

 

POST A COMMENT
Advertisement