Sikkim Snowfall: সিকিমে প্রবল তুষারপাত, বরফে ঢেকেছে ছাঙ্গু লেক, দেখুন

Sikkim Snowfall: সিকিম পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে তুষারপাতের পর শহরের বিভিন্ন এলাকা শীতল হয়ে গেছে। ইতোমধ্যেই দোকানপাট খুলে যাওয়ায় ব্যবসায়ীরা আশা করছেন, পর্যটন শিল্পে নতুন করে প্রাণ ফিরবে।

Advertisement
সিকিমে প্রবল তুষারপাত, বরফে ঢেকেছে ছাঙ্গু লেক, দেখুনসিকিমের ছাঙ্গু লেক এলাকায় নতুন করে তুষারপাত

২০২৫ সালের ২৮ এপ্রিল, সিকিমের ছাঙ্গু লেক এলাকায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এই তুষারপাত পর্যটকদের জন্য এক দারুণ দৃশ্য তৈরি করেছে।

তুষারপাতের ফলে সিকিমের ছাঙ্গু লেক এলাকায় শীতকালীন সৌন্দর্য আরও বেড়ে গেছে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি নতুন আশা নিয়ে এসেছে। তুষারের মাঝে দোকানপাটও খুলতে শুরু করেছে, এবং পর্যটকরা এই বিরল দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন।

সিকিম পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে তুষারপাতের পর শহরের বিভিন্ন এলাকা শীতল হয়ে গেছে। ইতোমধ্যেই দোকানপাট খুলে যাওয়ায় ব্যবসায়ীরা আশা করছেন, পর্যটন শিল্পে নতুন করে প্রাণ ফিরবে। ছাঙ্গু লেকের আশপাশে এরই মধ্যে কিছু পর্যটকও আসতে শুরু করেছেন, যারা এই তুষারপাতের দৃশ্য দেখতে এসেছেন।

এখনও কিছু এলাকায় তুষারপাত অব্যাহত থাকায় পর্যটকরা সতর্কতার সাথে চলাচল করছেন। তবে সিকিম সরকারের তরফ থেকে এই অঞ্চলের রাস্তাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা নিরাপদে এই শীতল পরিবেশের মধ্য দিয়ে যেতে পারেন।

নববর্ষের দিন থেকে বিশেষ চমক দেখা যাচ্ছে সিকিমে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছে। তার জেরে ভাইরাল হয়ে গিয়েছে। বাংলায় এখন গরম পড়লেও সেভাবে কালবৈশাখী বা বৃষ্টি ভালরকম হয়নি। তাই গরম থেকে কিছুতেই রেহাই মিলছে না।

বাংলা নববর্ষের দিন থেকেই সিকিমে আবহাওয়া হঠাৎ বদলে গিয়েছে। কিছুটা অস্বাভাবিকভাবেই এই সময় তুষারপাত হচ্ছে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর থেকেই ভিড় বাড়ছে এলাকায়।

নববর্ষের দিন থেকে বিশেষ চমক দেখা যাচ্ছে সিকিমে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছে।

বাংলায় এখন গরম পড়লেও সেভাবে কালবৈশাখী বা বৃষ্টি ভালরকম হয়নি। তাই গরম থেকে কিছুতেই রেহাই মিলছে না। এই কারণে কমবেশি এখন সকলেরই গন্তব্য দার্জিলিং বা সিকিম। তবে যাঁদের গন্তব্য এখন সিকিম বা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাঁরা উপভোগ করছেন তুষারপাত।

তুষারপাত

 

POST A COMMENT
Advertisement