
Sikkim travel restrictions 2026: সিকিম সফরে আসা বিদেশি পর্যটকদের জন্য এবার বড় পরিবর্তন। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আর কোনওভাবেই হাতে-কলমে (অফলাইনে) পারমিট দেওয়া হবে না। সব Protected Area Permit (PAP) এবং Restricted Area Permit (RAP) এখন থেকে শুধুমাত্র অনলাইনে সংগ্রহ করতে হবে।
রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দফতরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কড়া নির্দেশ মেনে। পরিষ্কারভাবে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতেও কোনও ধরনের ফিজ়িক্যাল পারমিট ইস্যু করা যাবে না।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি পর্যটকরা সিকিমে সীমিত কিছু জায়গায়ই যেতে পারবেন।
এর মধ্যে রয়েছে, ছাঙ্গু (Tsomgo) লেক, ইস্ট সিকিম, ইয়ুমথাং ভ্যালি, নর্থ সিকিম ও জিরো পয়েন্ট, নর্থ সিকিম। তবে তার জন্য নির্দিষ্ট অনলাইন পারমিট সেল থেকে আগে অনুমতি নিতে হবে।
সরকারি সূত্রের দাবি, জাতীয় নিরাপত্তা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা, এই দুইই মূল লক্ষ্য। এর ফলে পর্যটন নিয়ন্ত্রণ সহজ হবে, রিয়েল-টাইম ভেরিফিকেশনও সম্ভব হবে।