
প্যারাগ্লাইডিঙে উৎসাহ থাকলে সিকিম ঘুরতে গিয়ে পুরস্কার জেতার সুযোগ পর্যটকদেরSikkim Paragliding Contest: সিকিমের পাক্যং জেলার থুমকি দারা ও আম্বা দারায় শুরু হল প্রথম ‘রেনক সিকিম প্যারাগ্লাইডিং অ্যাকিউরেসি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-গোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রাজু বাসনেট, কৃষিমন্ত্রী পুরণ গুরুং, বিধায়ক তথা উপদেষ্টা পামিন লেপচা, আইটি উপদেষ্টা এল.বি দাস সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, আধিকারিক, জেলা শাসক, এসপি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী থুমকি দারার টেক-অফ পয়েন্টে শিল্যানাস পূজা করেন। প্রতিযোগিতা নিরাপদে সম্পন্ন হওয়ার প্রার্থনা করে স্বস্তি ভজনও পাঠ করা হয়। এরপর মুখ্যমন্ত্রী সেখানে অবকাঠামো উন্নয়নের জন্য নির্মীয়মাণ প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

এদিন মুখ্যমন্ত্রী প্যারাগ্লাইডিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক ‘ফ্ল্যাগ অফ’ করেন। তিনি বলেন, পাহাড়ি এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস শুধু পর্যটনই বাড়াবে না, স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।
মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্যারাগ্লাইডিংয়ের প্রযুক্তিগত দিক, নিরাপত্তা মানদণ্ড এবং ভবিষ্যতে ব্যবসা ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
রেনক ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি এবং পর্যটন ও সিভিল অ্যাভিয়েশন দফতরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সরকারের উদ্দেশ্য, রেনককে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয়দের হাতে আয়-উপার্জনের নতুন পথ তৈরি করা।