Sikkim Snowfall: আজও স্নোফল চলছে সিকিমে, বরফে সাদা হয়ে গেল সোমোগো

Sikkim Snowfall: লবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে সোমোগো এলাকায়। উঁচু এলাকায় স্নো-ফলের পাশাপাশি একটু নীচু এলাকায় হিমশীতল বৃষ্টি হচ্ছে। গাড়িগুলিকে খুব সাবধানে পার করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Advertisement
আজও স্নোফল চলছে সিকিমে, বরফে সাদা হয়ে গেল সোমোগোসিকিমে তুষারপাত অব্যাহত, এদিন নতুন করে সোমোগোতে তুষারপাত

ভরা বৈশাখের দাবদাহে যখন কাঁপছে সমতল, তখন দার্জিলিং-গ্যাংটক ঠান্ডা ঠান্ডা কুল কুল। সিকিমের বিভিন্ন এলাকায় গত ৩-৪ দিন ধরে টানা তুষারপাত চলছে। একদিকে বন্ধ হচ্ছে নতুন করে অন্যদিকে বরফ পড়তে শুরু করছে। মঙ্গলবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে সোমোগো এলাকায়। উঁচু এলাকায় স্নো-ফলের পাশাপাশি একটু নীচু এলাকায় হিমশীতল বৃষ্টি হচ্ছে। গাড়িগুলিকে খুব সাবধানে পার করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বাংলা নববর্ষের দিন থেকেই সিকিমে আবহাওয়া হঠাৎ বদলে গিয়েছে। কিছুটা অস্বাভাবিকভাবেই এই সময় তুষারপাত হচ্ছে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর থেকেই ভিড় বাড়ছে এলাকায়।

বাংলা নববর্ষের দিন থেকেই সিকিমে আবহাওয়া হঠাৎ বদলে গিয়েছে। কিছুটা অস্বাভাবিকভাবেই এই সময় তুষারপাত হচ্ছে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা।

সোমবার সিকিমের ছাঙ্গু লেক এলাকায় ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এই তুষারপাত পর্যটকদের জন্য এক দারুণ দৃশ্য তৈরি করেছে। চারিদিক বরফে ঢেকে গিয়েছে। সেই বরফ মঙ্গলবারও রয়েছে। যেহেতু রোদ ওঠেনি। কিংবা আবহাওয়া ইউন্নতি হয়নি, তাই এখনও একই পরিস্থিতি। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি রয়েছে।

বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর থেকেই ভিড় বাড়ছে এলাকায়।

সিকিম পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে তুষারপাতের পর শহরের বিভিন্ন এলাকার তাপমাত্রা হুহু করে নেমেছে। ছাঙ্গু, সোমোগো এলাকায় তুষারপাতের দৃশ্য দেখতে এসেছেন।

বাংলায় এখন গরম পড়লেও সেভাবে কালবৈশাখী বা বৃষ্টি ভালরকম হয়নি। তাই গরম থেকে কিছুতেই রেহাই মিলছে না। এই কারণে কমবেশি এখন সকলেরই গন্তব্য দার্জিলিং বা সিকিম। তবে যাঁদের গন্তব্য এখন সিকিম বা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাঁরা উপভোগ করছেন তুষারপাত।

 

POST A COMMENT
Advertisement