Helicopter Siliguri To Gangtok: বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টার চালু হয়ে গেল, ভাড়া কত?

Helicopter Siliguri To Gangtok: সিকিমের পর্যটন এবং সাধারণ যোগাযোগ ব্যবস্থায় নতুন করে প্রাণ সঞ্চার করতে বুরটুক হেলিপোর্ট থেকে এমআই-১৭২ হেলিকপ্টার সার্ভিসের পুনরায় কার্যক্রম শুরু হল। বিস্তারিত জানুন।

Advertisement
বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টার চালু হয়ে গেল, ভাড়া কত?বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টার চালু হয়ে গেল, ভাড়া কত?

Helicopter Siliguri To Gangtok: অবশেষে অপেক্ষার অবসান। রবিবার, ১৭ অগস্ট থেকে চালু হল বাগডোগরা-গ্যাংটক বিমান পরিষেবা। এই পরিষেবা চালু করা হয়েছে। ফের বুরটুক হেলিপোর্ট থেকে MI-172 হেলিকপ্টার পরিষেবা চালু হলো।

সিকিমের পর্যটন এবং সাধারণ যোগাযোগ ব্যবস্থায় নতুন করে প্রাণ সঞ্চার করতে বুরটুক হেলিপোর্ট থেকে এমআই-১৭২ হেলিকপ্টার সার্ভিসের পুনরায় কার্যক্রম শুরু হল। স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড ও সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এসটিডিসি)-র যৌথ উদ্যোগে পরিচালিত এই হেলিকপ্টার সার্ভিসে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার ব্যবহার করা হবে, যা গ্যাংটক ও বাগডোগরা বিমানবন্দরের মধ্যে যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করবে।

এই পরিষেবার জন্য হেলিকপ্টারের টিকিট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাংটকের টিকিট কাউন্টার থেকে অথবা এসটিডিসির এমজি মার্গ অফিস থেকে নেওয়া যাবে।

ভাড়া কত?
যাত্রীদের জন্য প্রতি রাইড ভাড়া নির্ধারণ হয়েছে ৪৫০০ টাকা (গ্যাংটক-বাগডোগরা)। লাগেজ হিসাবে সর্বোচ্চ ১০ কেজি বাহিত করার অনুমতি থাকবে, যা ডিএজিসিএয়ের বিধিমালা অনুযায়ী ৫৫ সেমি x ৪০ সেমি x ২০ সেমি মাত্রায় সীমাবদ্ধ।

সিকিম ট্যুরিজমের ম্যানেজমেন্ট, বিশেষ করে এসটিডিসির চেয়ারম্যান শ্রী লুকেন্দ্র রাসাইলি, সহ সহকারী জেনারেল ম্যানেজার তেজপালপ্রধান এবং বুরটুক হেলিপোর্টের অন্যান্য কর্মকর্তা সক্রিয় ভূমিকা পালন করছেন। আবহাওয়া, পরিস্থিতি উপযোগী থাকলে পরিষেবাটি দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে।

কী ভাবে বুকিং করবেন?
টিকিট বুক করার জন্য বাগডোগরা বিমানবন্দরের হেলিকপ্টার বুকিং অফিসে ফোন করতে পারেন। নম্বরগুলি হলো ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বুক করতে পারবেন। প্রতি রাউন্ডের জন্য একজন ব্যক্তির ৪৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সময়সূচি
MI-172 হেলিকপ্টারটি সকাল ৯টা ৩৫ মিনিটে গ্যাংটক থেকে ছাড়বে। সেটা বাগডোগরায় পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। আবার বাগডোগরা থেকে সেটা ছাড়বে ১০টা ৪০ মিনিটে। গ্যাংটকে সেটা পৌঁছবে ১১টা ১৫ মিনিটে।

অন্য দিকে, গ্যাংটক থেকে হেলিকপ্টারটি ছাড়বে দুপুর ১২টা ২৫ মিনিটে। সেটা বাগডোগরায় পৌঁছবে দুপুর ১টায়। আবার বাগডোগরা থেকে সেটা ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে। আর গ্যাংটকে সেটা পৌঁছবে দুপুর ২টো ৫ মিনিটে। তবে আবহাওয়া কেমন থাকবে তার উপরে ভিত্তি করেই হেলিকপ্টার চালানো হবে। গত বছর এই হেলিকপ্টারের পরিষেবা শুরু হয়েছিল। তার পরে বেশ কিছুদিন বন্ধ ছিল। এ বার ফের সেই পরিষেবা চালু করা হলো।

Advertisement

 

POST A COMMENT
Advertisement