ট্যুর বাতিল? ভারতের ৭ জায়গা কাশ্মীরের মতোই সুন্দরIndia Travel In Summer: কাশ্মীর ভ্রমণের স্বপ্নে ছেদ পড়েছে গরমে হিংসার পরিস্থিতিতে? মন খারাপ না করে ঘুরে আসুন ভারতের মধ্যেই কিছু দুর্দান্ত গন্তব্য থেকে, যেগুলি কাশ্মীরের বিকল্প হিসেবেও প্রশংসিত। এই গরমের ছুটিতে ঠান্ডা হাওয়া, পাহাড়ের সৌন্দর্য আর স্বল্প খরচে ঘোরার জন্য এই জায়গাগুলিই হতে পারে আপনার পারফেক্ট পছন্দ।
১. মানালি (হিমাচল প্রদেশ):
কাশ্মীরের মত বরফ ঢাকা পর্বত আর বিখ্যাত রোহতাং পাস — মানালি আপনাকে দেবেই একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। পরিবারের সাথে অথবা কাপলদের জন্য একেবারে আদর্শ।
২. তাওল (উত্তরাখণ্ড):
বেশি ভিড় পছন্দ করেন না এমন ঘুরতে ভালোবাসাদের জন্য স্বর্গসম তাওল। এখানকার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যাবে।
৩. সিকিম (গ্যাংটক, লাচুং, যুমথাং):
কাশ্মীরের মতই হিমালয়ের কোল ঘেঁষে সিকিমের এইসব জায়গায় মিলবে স্নো, মনাস্ট্রি, আর দুর্দান্ত লোকাল ফুড কালচার।
৪. মুননার (কেরালা):
যারা দক্ষিণ ভারতের শান্ত ও সবুজ পরিবেশ খুঁজছেন, তাদের জন্য মুননার এক আদর্শ গন্তব্য। চা-বাগান, হিল ভিউ, ও অ্যাডভেঞ্চার স্পোর্টস একসাথে পাবেন এখানে।
৫. মাউন্ট আবু (রাজস্থান):
রাজস্থানের একমাত্র হিল স্টেশন — ছোট হলেও কাশ্মীরের বিকল্প হতেই পারে, বিশেষ করে যারা পশ্চিম ভারতে ঘুরতে চান।
৬. কোডাইকানাল (তামিলনাড়ু):
‘প্রিন্সেস অফ হিল স্টেশন’ নামে খ্যাত কোডাইকানালে পাবেন ঠান্ডা আবহাওয়া, লেক, জলপ্রপাত আর ব্রিটিশ স্টাইল কটেজ।
৭. দার্জিলিং ও কালিম্পং (পশ্চিমবঙ্গ):
কাশ্মীরের সৌন্দর্যকে টেক্কা দিতে পারে উত্তরবঙ্গের এই হিল স্টেশনগুলো। চা বাগান, toy train আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একে করে তোলে অনন্য।
স্পেশাল টিপস:
এই গরমে হোটেল বুকিং ও ট্রেন/ফ্লাইট টিকিট একটু আগে ভাগেই কনফার্ম করে ফেলুন। পাশাপাশি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না। পাশাপাশি নামী ও অভিজ্ঞ পারলে পূর্ব-পরিচিত ট্যুর প্ল্যানার কিংবা ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে যান।