Advertisement

Gajaldoba Kangchenjunga View Point: গজলডোবা ভিউ পয়েন্ট থেকেই এবার দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার

দার্জিলিং, কালিম্পং শুধু নয়, এবার কাঞ্চনজঙ্ঘা দর্শনের বন্দোবস্ত করা হচ্ছে গজলডোবার 'ভোরের আলো' পর্যটন কেন্দ্র থেকে। একই সঙ্গে নীচের দিকে তাকালে দেখতে পাবেন, পাখির মেলা আর দূরে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই অপূর্ব দৃশ্য দেখানোর ব্যবস্থা শুরু হতে চলেছে খুব দ্রুত। প্রশাসনের তরফ থেকেই এই বন্দোবস্ত হতে চলেছে। এবার শীতে এখানে ঘুরতে এলে এই দৃশ্য দেখা যাবে। তবে পুজোর মধ্যে এলে অবশ্য পাখি দেখতে পাবেন না। কারণ পরিযায়ী পাখিদের আসার এখনও সময় হয়নি। বাকি কপাল ভালো থাকলে আর আকাশ পরিষ্কার থাকলে, কাঞ্চনজঙ্ঘা দর্শন সম্ভব বছরের যে কোনও সময়।

Advertisement
POST A COMMENT