Advertisement

Darjeeling Offbeat Orange Valley: সিটং নয়, ঘুরে আসুন দার্জিলিঙের খুব কাছের এই কমলালেবু গ্রাম থেকে

বসন্ত সবার মনেই ছুটি ছুটি মেজাজ এনে দিয়েছে। ক্যালেন্ডারে অবশ্য ফাল্গুন মাস পড়ে গিয়েছে। তবে যাই হোক এই সময় পাহাড় থেকে সমুদ্র সব জায়গাতেই মোটামুটি ঠাসাঠাসি ভিড়। আবার অফবিট জায়গারও অভাব নেই। অনেকেই দার্জিলিং গেলেও এখন থাকতে চান একটু অন্যরকম জায়গায়। কোলাহল থেকে দূরে। আর এমন জায়গা খুঁজতে গিয়ে যদি পান নাম না জানা অচেনা কমলালেবু ঘেরা গ্রাম আর তার খরচ হয় আয়ত্বের মধ্যে তাহলে তার চেয়ে ভাল আর কিছু হয় কি?

Advertisement
POST A COMMENT