scorecardresearch
 

Sudden Heart Attack Alert: লক্ষণহীন হৃদরোগ বাড়ছে দেশে, কীভাবে বাঁচবেন?

Sudden Heart Attack Alert: লক্ষণহীন হৃদরোগ বাড়ছে দেশে, কীভাবে বাঁচবেন?

আমাদের দেশে প্রত্যেক বছর সময়ের আগে মৃত্যুর যত ঘটনা সামনে আসে তার মধ্যে ৫০ শতাংশ মৃত্যু লক্ষণহীন হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হয়। এই তথ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নবীন ভামরি জানিয়েছেন। দিল্লির সুপার স্পেশালিটি হাসপাতাল ম্যাক্স এর হৃদরোগ বিভাগের অধ্যক্ষ ও নির্দেশক বিবৃতি জারি করে জানিয়েছেন যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে দেশে। সময়োচিত মৃত্যুরও প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ লক্ষণহীন অর্থাৎ আসিমটোমেটিক হৃদরোগের জন্য দায়ী। এ থেকে রক্ষা পেতে কি করতে হবে আসুন আমরা জেনে নিই।

Asymptomatic heart attacks increasing in the country know the protection