scorecardresearch
 
Advertisement

Custard Apple Benefit: আতা খেলে ত্বক হবে জেল্লাদার, চুল হবে শাইনি

Custard Apple Benefit: আতা খেলে ত্বক হবে জেল্লাদার, চুল হবে শাইনি

অনেক কঠিন রোগ নিমেষে সারায় আতা। হৃদরোগীদের জন্য আতা দারুণ উপকারী বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আতা নিয়মিত খেলে শরীর নানা রোগ সারিয়ে ফেলে। এটি শরীরে রক্ত ​​সঞ্চালন উন্নত করে। এতে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী। পাকা কাস্টার্ড আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে. যা দৃষ্টিশক্তি উন্নত করে এবং চুলের গোড়া মজবুত করে। আর আতা শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয় এটি চাষ করলে আয় বাড়ে কৃষকদেরও। চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Health Benifits Of Custard Apple

Advertisement