সারাদিন আমরা যেভাবে শরীরের উপর অত্যাচার করি, ছাইপাঁশ খাই। তাতে লিভারের উপর মারাত্মক চাপ পড়ে। বিশেষ করে দীর্ঘদিন মদ্যপান করার ফলে লিভার অসুস্থ হয়ে পড়ে। সুস্থ থাকতে হলে লিভার ঠিক রাখতেই হবে। খেয়াল রাখতেই হবে। জেনে নিন কীভাবে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে লিভার ফাংশান ঠিক রাখবেন।
How to Detox your Liver ?