চলছে উৎসবের মরশুম। আর এই সময় অনেকেই যোগ দেন পার্টিতে। চলে মদ্যপান। তবে বেশি মদ্যপানের কারণে অনেক সময় হ্যাংওভার হয়ে যায়। যার ফলে, মাথা যন্ত্রণা, বমি, ক্লান্তি, মানসিক উদ্বেগের পরিস্থিত সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে রয়েছে কিছু ঘরোয়া উপায়, যার ফলে সহজেই কাটানো যায় হ্যাংওভার কাটানোর ঘরোয়া উপায়
Hangover Remedies Home