ক্যান্সার হলে ডাক্তারি চিকিৎসা ছাড়া কোনও উপায় নেই। তবে এর কিছুটা রিলিফ হতে পারে জবাফুলে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে জবাফুল ব্যবহার করতে পারেন। NCBI-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে প্রায় ২০ লক্ষ মহিলা আক্রান্ত হয়েছেন স্তন ক্যান্সারে। তাই ঘরোয়া উপাচার জেনে রাখা ভাল।
China Rose Extract Can Be Effective For Breast Cancer