Advertisement

Padma Hilsa: এবারের বর্ষায় পদ্মায় এখনও দেখা নেই ইলিশের, চিন্তায় মৎস্যজীবীরা

গোটা বর্ষা কাল ধরেই মন শুধু হাঁকুপাঁকু করে একটা ইলিশের জন্য। পাকা ইলিশ, কাঁচা ইলিশ, পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, গঙ্গার ইলিশ, সাগরের ইলিশ, কত কী। কিন্ত সেরা এবং চাহিদার শীর্ষে পদ্মার ইলিশই। তা সে কলকাতা হোক কিংবা ঢাকা, পদ্মার ইলিশ পাতে তুলতে কৈলাসে সাধনা করতেও রাজি অনেকে। কিন্তু সমস্যা এখন সেই পদ্মার ইলিশকে নিয়েই। তার কারণ ভরা মরশুমে ইলিশের আকাল দেখা দিয়েছে পদ্মায়। বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী ১ জুলাই থেকে শুরু হয়েছে ইলিশ ধরার মরশুম।

Advertisement
POST A COMMENT