ইদানিং কনজাংটিভাইটিস অনেক বেড়ে গিয়েছে। বিশেষত স্কুল পড়ুয়াদের অনেকেরই চোখ ভীষণ লাল হয়ে যাচ্ছে। প্রবল অস্বস্তি, কুটকুট করছে। আর তাদের থেকে বাড়ির অন্য সদস্যদের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ছে। প্রবল ছোঁয়াচে এই রোগে ভুগছেন অনেকে। কীভাবে বুঝবেন যে কনজাংটিভাইটিস হয়েছে? প্রথমত, চোখে জ্বালা ভাল থাকবে। জল বের হবে। ব্যাথা করবে। চোখ সময়ের সঙ্গে আরও লাল হতে থাকবে। অনেক ক্ষেত্রে চোখ লাল হয়ে ফুলে যায়। সময় মতো চোখের যত্ন না নিলে বড়সড় ক্ষতি হতে পারে।