চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সকলেই একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন। করোনার তৃতীয় ঢেউয়ে (Corona Third Wave) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। এ মুহূর্তে শিশুদের জন্য কোনও ভ্যাকসিন নেই। অদূর ভবিষ্যতে তা তৈরির সম্ভাবনাও ক্ষীণ। তাই রোজকার ডায়েটের মাধ্যমে শিশুর ইমিউনিটি (Immunity Booster Diet for Your Child) বাড়িয়েই তুলে তাকে সুরক্ষিত রাখা যেতে পারে। এমনটাই জানাচ্ছেন ক্লিনিকাল ডায়েটিশিয়ান রাখি চট্টোপাধ্যায়। রোজকার খাবারে কী কী পরিবর্তন আনতে হবে, কী যোগ করবেন, আর কী বিয়োগ করতে হবে, দেখে নিন এখানে।