Advertisement

Corona New Variant: জানুন, নতুন JN.1 কোভিড হয়নি তো আপনার যা এক রাতেই 5 জনকে শেষ করল

সারা দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার, 17 ডিসেম্বর সারা দিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। এরমধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে চারজনের। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে একজনের। এদিকে কেরালায় করোনার নতুন সাব ভ্যারিয়ান্ট JN.1-এর দেখা মিলেছে। আর এই তথ্যই বেশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। জানা গিয়েছে কেরালায় 78 বছরের এক বৃদ্ধার শরীরে করোনার এই নতুন ভ্যারিয়ান্টের লক্ষ্মণ পাওয়া গিয়েছে।

Know More About Corona New Variant JN.1

Advertisement