scorecardresearch
 
Advertisement

Morgan House Kalimpong: রাতভর ঘুরে বেড়ায় সাহেবের অশরীরী আত্মা, ভূত পর্যটনে লক্ষ্মী কালিম্পংয়ের মরগ্যান হাউস

Morgan House Kalimpong: রাতভর ঘুরে বেড়ায় সাহেবের অশরীরী আত্মা, ভূত পর্যটনে লক্ষ্মী কালিম্পংয়ের মরগ্যান হাউস

কালিম্পংয়ের মরগ্যান হাউস নামটা শুনলেই যাঁরা জানেন, তাঁদের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। কেউ কেউ সেখানে মরগ্যান সাহেব ও তাঁর স্ত্রীর ভূতকে ঘুরে বেড়াতে দেখেছেন বলে দাবি করেন। অনেকে আবার কয়েক রাত কাটিয়ে জানান তাঁরা কিছুই দেখেননি। কারও মতে রাতভর দুমদাম আওয়াজ হয়। কে যেন কাঁদে। কেউ নাম ধরে ডাকে মাঝরাতে। আবার কারও মতে বাথরুমে জলের কল নিজেই খোলে নিজেই বন্ধ হয়। আবার রাতে বাথরুমে গেলে লাইট নিভে যায়। সব মিলিয়ে অদ্ভুত এক আবহে এখনও পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু কালিম্পংয়ের মর্গ্যান হাউস। শুধু ভয় দেখতেই প্রতি বছর হাজির হন বহু মানুষ।

Morgan House Kalimpong

Advertisement