Advertisement

Neem Side Effects: নিম পাতার অনেক গুণ, কাদের খাওয়া উচিত নয়? জেনে নিন

নিম গাছ এমন একটি গাছ যার পাতা, বীজ এবং কাণ্ড সবই শরীরের জন্য ওষুধের মতো কাজ করে। নিমের ডাল মুখের স্বাস্থ্যের জন্য ভালো, পাতা দিয়ে স্নান করলে, সারা শরীরের উপকার করে এবং বীজ থেকে অনেক কিছু তৈরি হয় যা আমাদের স্বাস্থ্য ভাল রাখে। নিম পাতা চিবানো তেতো হলেও আমাদের শরীরে অনেক উপকার করে। তবে, কিছু ক্ষেত্রে নিম পাতা একেবারেই খাওয়া উচিত না। জেনে নিন সে বিষয়ে।

Advertisement
POST A COMMENT