scorecardresearch
 
Advertisement

Butter Benefits: হৃদরোগ থেকে বাঁচায় মাখন, কমায় ওজনও এখনও মাখন খাবেন না !

Butter Benefits: হৃদরোগ থেকে বাঁচায় মাখন, কমায় ওজনও এখনও মাখন খাবেন না !

মাখনে স্বাস্থ্যকর খনিজ ও ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায়, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি ভিটামিন বি ৫, জিঙ্ক, আয়রন, পটাসিয়াম এবং সেলেনিয়ামেও খুব বেশি। ডায়েটিশিয়ানরা বলেন, এক চামচ মাখনে প্রায় ১০০ ক্যালোরি থাকে, কিন্তু এই ক্যালোরি চর্বি আকারে থাকে।

Health Benefits Of Butter

Advertisement