গরমে প্রাণ ওষ্ঠাগত। বাইরে তো নয়ই, বাড়ির ভেতরেও শান্তি মিলছে না। সকলের বাড়িতে এসি নেই। ফলে ভরসা রাখতে হচ্ছে ফ্যানের ওপরই। কিন্তু ফ্যানের হাওয়াও কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাচ্ছে। বিছানাও যেন আগুনের গোলা। তাই বাধ্য হয়ে অনেকেই মাটিতে ঘুমোচ্ছেন। মেঝের উপর বালিশ দিয়ে দিব্যি ঘুমিয়ে যান। মেঝের ঠান্ডায় একটু হলেও শরীর জুড়ায়। অনেকেই পুরো গরমকালটাই মাটিতে শুয়ে কাটিয়ে দেন। কিন্তু এতে কি উপকার হয় নাকি ক্ষতি হয়? চলুন জেনে নেওয়া যাক মেঝেতে ঘুমালে শরীরে কী ঘটে।