তুলসীকে আয়ুর্বেদিক গাছ বলা হয়! তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। অসুখ-বিসুখ থেকে রক্ষা করে তুলসী। তাছাড়া সর্দি-কাশির নিরাময়েও তুলসীর তুলনা হয় না। ঠান্ডা লাগলে একটা সময়ে বাড়ির বড়রা তুলসী খাওয়ার পরামর্শ দিতেন। তুলসী পাতা মুখের জন্যও উপকারী। পুজোর আগে তুলসী পাতা দিয়েই বানিয়ে ফেলতে পারেন টোনার ও ফেসপ্যাক।
Uses Of Tulsi For Skin Care