scorecardresearch
 
Advertisement

NBU Saffron Farming: ছোট ঘর থাকলেই মাসে হবে লক্ষ টাকা রোজগার, লাগবে না চাকরি

NBU Saffron Farming: ছোট ঘর থাকলেই মাসে হবে লক্ষ টাকা রোজগার, লাগবে না চাকরি

রাজ্য এই প্রথমবার ল্যাবরেটরিতে কেশর চাষ করা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের কোফাম কাশ্মীর থেকে কেশরের ১০০ টি ব্ল্যাব (চারা গাছ) নিয়ে এসে প্রাথমিকভাবে তিনটি পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছে। একটি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরটারিতে সায়েন্টিফিক পদ্ধতি, একটি কার্শিয়াংয়ের জমিতে এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের কোফাম চত্বরে পলি হাউসে হাইড্রোফনিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করা হয়েছে। এই পরীক্ষা সফল হলে সাধারণ বেকার যুবক-যুবতীদের জন্য কম পরিশ্রমে স্থায়ী মোটা টাকা রোজগারের উপায় তৈরি হয়ে যাবে। যত্ন করে ব্যবসাটি করলে চাকরি-বাকরির চেয়েও বেশি রোজগার সম্ভব খুব সহজেই।

Advertisement