শীতে ত্বক হয়ে পড়ে খসখসে, শুকনে। জেল্লা চলে যায়। হাজার ক্রিম, ময়েশ্চারাইজারেও গ্রীষ্ম বা বসন্তের মতো দাগহীন উজ্জ্বল ত্বক মেলে না। অথচ আমরা দেখি যে অভিনেতা-অভিনেত্রী বা অন্যান্য তারকারা বা আমাদেরই আশপাশের কিছু মানুষ জেল্লা দিয়ে ঘুরে বেড়ান। মোমের মতো সুন্দর ত্বকে যেন পিছলে পড়ে সূর্যের আলো। অবাক লাগে না? মনে হয় না, কীভাবে তাঁরা ত্বককে এত সুন্দর রাখেন? কিন্তু আপনি জানেন না, যে কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনার ত্বকও হতে পারে মোহময়ী। শীতেও জেল্লা দেবে গায়ের চামড়া। আসুন জেনে নিই, কীভাবে বদলে ফেলবেন নিজের ত্বক?
Winter Skin Care Tips