scorecardresearch
 
Advertisement

COPD Symptoms-Prevention Tips: আপনার অজ্ঞাতেই ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে বুঝবেন?

COPD Symptoms-Prevention Tips: আপনার অজ্ঞাতেই ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে বুঝবেন?

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যা সংক্ষেপে সিওপিডি নামে পরিচিত। এই অসুখ হলে সঙ্কুচিত হয় ফুসফুসের শ্বাসনালী। যার ফলে অসুবিধা হয় শ্বাসপ্রশ্বাসে। শরীর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয় না। কাশি, অত্যধিক শ্লেষ্মা তৈরি, শ্বাসকষ্ট, ক্লান্তি, ওজন হ্রাস সিওপিডি-র কয়েকটি সাধারণ লক্ষণ। সিওপিডি সময়মতো ধরা পড়লে রোগ নিরাময় করা যায়। সিওপিডি সমস্যায় ভোগা ব্যক্তিদের হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি থাকে।

COPD Symptoms-Prevention Tips

Advertisement